Image
MCQ
61. PWD এর মতে হাতে তৈরি ইটের সাইজ কত?
১০" × ৫"
৯.৬" × ৪.৫" × ২.৭৫"
৯.৭৫" × ৪.৭৫" × ২.৭৫"
৯" × ৪" × ২.৫"
63. ড্রইং শিটের লে-আউটে টাইটেল ব্লকের মাপ-
65 mm × 185 mm
185 mm x 65 mm
70 mm × 190 mm
190 mm × 70 mm
64. একটি Drawing এর দৈর্ঘ্য 50 mm এবং Scale = 1 : 5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25 mm
25 cm
10 cm
10 mm
65. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?
লাইম ও অ্যালুমিনা
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
69. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮ HP
৯ HP
৮.৮৯ HP
৯.২৫ HP
70. বিয়ারিং কী ধরণের কোণ?
উন্নতি কোণ
উলম্ব কোণ
অবনতি কোণ
অনুভূমিক কোণ
71. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৫ হলে নমুনার পোরোসিটি কত?
২৬%
২৭%
২৮%
২৯%
72. জাতীয় মহাসড়কের নির্মাণ তলের প্রন্থ কত?
৪০ ফুট
৫০ ফুট
৮০ ফুট
৯০ ফুট
74. অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্ল্যান, সম্মুখ এলিভেশন ইত্যাদি দৃশ্য স্কেলে আঁকা হয়।
১:৬০
১:৬০০
১:১০০
১:১০
75. কোনো বস্তুর উপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে?
10 kg
5 kg
7 kg
12 kg
78. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
৫.২ মিটার
৩.৬২ মিটার
১১.৫ মিটার
১০.৫ মিটার
79. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট
80. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শক্তি অর্জন করে-
30%
50%
40%
60%