Image
MCQ
1. 'জাগ্রত বাংলাদেশ' কার রচনা?
আহমদ ছফা
আহমদ শরীফ
আশরাফ সিদ্দিকী
আবুল হোসেন
2. পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
প্রশান্ত ও আটলান্টিক
প্রশান্ত ও ভারত
ভারত ও আটলান্টিক
কোনটিই না
8. কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়?
২৩ ফেব্রুয়ারি ১৯৫২
২৭ ফেব্রুয়ারি ১৯৫২
২১ ফেব্রুয়ারি ১৯৫৪
২৩ জুন ১৯৫৬
10. কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন যন্ত্র?
কী বোর্ড
মাদার বোর্ড
সিপিইউ
মাউস
11. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
মাদার তেরেসা
শেখ হাসিনা
ইন্দিরা গান্ধী
ইসাবেলা পেরেন
12. 'মজলিস' কোন দেশের পার্লামেন্টের নাম?
ইরাক
ইরান
সৌদি আরব
কুয়েত
14. OIC (ইসলামী সম্মেলন সংস্থা) এর প্রধান কার্যালয় কোথায়?
তেহেরান
জেদ্দা
কায়রো
রিয়াদ
16. টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে?
সুরমা
বরাক
কর্ণফুলী
শীতলক্ষ্যা
17. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
রংপুর
দিনাজপুর
সিলেট
কুড়িগ্রাম
19. জোয়ারের কত সময় পর ভাটা হয়?
৬ ঘন্টা ২৩ মি. পর
৬ ঘন্টা ১০ মি. পর
৬ ঘন্টা ১৫ মি. পর
৬ ঘন্টা ১৩ মি. পর