Image
MCQ
221. ডায়োড ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ফ্রিকুয়েন্সির অনুপাত হচ্ছে--
১:১
১:২
২:১
১:৪
222. অর্ধপরিবাহী ডায়োডকে কী বলা হয় --
রেকটিফায়ার
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
কোনোটিই নয়
223. ইউপিএস (UPS)-এর ব্যাকআপ সময় কীসের উপর নির্ভরশীল?
ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার
ব্যাটারির বিদ্যমান চার্জ
লোড
সবগুলো
226. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ডায়োড
ট্রান্সফর্মার
ক্যাপাসিটর
সবগুলো
227. ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
228. লাল (Infrared) আলো প্রদানকারী এলইডি তৈরি করা হয়-
Ge দ্বারা
GaAs দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
229. একটি SCR কখন কারেন্ট প্রবাহিত হতে দেয় না?
ফরওয়ার্ড ভোল্টেজ ব্রেক-ওভার ভোল্টেজের চেয়ে ছোট হলে
কারেন্টের মান হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে
গেট পালস না থাকলে
সবগুলোই সঠিক
230. P-N জাংশন ডায়োডের অ্যানোড ও ক্যাথোড নির্ণয়ে ব্যবহৃত হয়-
অ্যামিটার
ভোল্টমিটার
ওয়াটমিটার
ওহমমিটার
231. P-টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করতে প্রয়োজন হয়-
দ্বিযোজী ভেজাল মৌল
ত্রিযোজী ভেজাল মৌল
চতুর্যোজী ভেজাল মৌল
পঞ্চযোজী ভেজাল মৌল
232. একটি Chopper সার্কিট মূলত-
ডিসি থেকে এসি কনভার্টার
এসি থেকে ডিসি কনভার্টার।
ডিসি থেকে ডিসি কনভার্টার
কোনোটিই নয়
233. ফুল-ওয়েভ রেক্টিফায়েড ভোল্টেজ এবং কারেন্ট রিপ্ল ফ্যাক্টর-
0.44
0.46
0.48
0.50
234. ডায়োডের বা P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল বাধা প্রদান করে শুধুমাত্র-
P স্তরের হোলসমূহকে
N স্তরের ইলেকট্রনসমূহকে
উভয় স্তরের মেজরিটি ক্যারিয়াসমূহকে'
উভয় স্তরের মাইনরিটি ক্যারিয়ারসমূহকে
236. এলইডি থেকে লাল অথবা হলুদ আলো পাওয়া যায়, যদি তা তৈরি হয়-
GaAs দ্বারা
Ge দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
237. পরিবাহীতে ভ্যালেন্স ইলেকট্রন থাকে-
4টির বেশি
4টি
4টির কম
কোনোটিই নয়
238. একটি ১০ মিনিট ফুল লোড ব্যাকআপ বিশিষ্ট ইউপিএস, হাফ লোডে আনুমানিক ব্যাকআপ সময় হবে-
৫মিনিট
১০ মিনিট
২০ মিনিট
৪০ মিনিট
240. PNP এবং NPN ট্রানজিস্টরের প্রতীকের অ্যামিটারে ব্যবহৃত তীর চিহ্নটি নির্দেশ করে-
ইলেকট্রন প্রবাহের দিক
কারেন্ট প্রবাহের দিক
ভোল্টেজের দিক
কোনোটিই নয়