ভূগোল MCQ
21. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
বন্যা
খরা
ঘূর্ণিঝড়
ভূমিকম্প
22. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ব্রহ্মপুত্র নদী
মেঘনা নদী
কর্ণুফুলী নদী
পদ্মা নদী
23. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
বায়ু
চুনাপাথর
24. মূল্যবোধের চালিকা শক্তি হলো-
উন্নয়ন
গণতন্ত্র
সংস্কৃতি
সুশাসন
25. মূল্যবোধ হলো-
মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
26. উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-
৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
৮.৫° সেলসিয়াস/কিলোমিটার
27. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হবিগঞ্জ
তিতাস
হরিপুর
28. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন? পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
অন্য কোন কারণ আছে
29. সভ্য সমাজের মানদণ্ড হলো-
গণতন্ত্র
বিচার ব্যবস্থা
সংবিধান
আইনের শাসন
30. নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
১৮০°
৩৬০°
৯০°
০°
31. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
রাজনৈতিক
অর্থনৈতিক
মৌলিক
সামাজিক
32. COP-26 এ COP মানে কী?
কনফারেন্স অব প্যারিস
কনফারেন্স অব দ্য প্রটোকল
কনফারেন্স অব দ্য পার্টিস
কনফারেন্স অব দ্যা পাওয়ার
33. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
দুর্নীতি দূর হয়
বিনিয়োগ বৃদ্ধি পায়
আইনের শাসন
প্রতিষ্ঠিত হয়
34. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
ঘন ঘন বন্যা
উপরের কোনটিই নয়
ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
সমুদ্র দূষণ
35. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো
সরকার পরিচালনায় সাহায্য করা
নিজের অধিকার ভোগ করা
সভাবে ব্যবসা-বাণিজ্য করা
নিয়মিত কর প্রদান করা
36. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
জলবিদ্যুৎ প্রকল্প
সেচ প্রকল্প
জল পরিবহন প্রকল্প
নদী নিয়ন্ত্রণ প্রকল্প
37. জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী?
বিশালাকৃতির ঢেউ
সামুদ্রিক ঢেউ
জলোচ্ছ্বাস
পোতাশ্রয়ের ঢেউ
38. 'আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি'। এটি-
নৈতিক অনুশাসন
রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
আইনের শাসন
আইনের অধ্যাদেশ
39. কোন ধরণের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
আগ্নেয় শিলায়
রূপান্তরিত শিলায়
পাললিক শিলায়
কোনটিই নয়
40. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
আইসোথার্ম
আইসোবার
আইসোহাইট
আইসোহেলাইন চীন