Image
মহাদেশ সমূহ Questions
1. একবিংশ শতাব্দীতে প্রথম সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
যুগোস্লাভিয়া
বেলারুশ
পূর্ব তিমুর
তিব্বত
2. 'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
ভিয়েতনাম
থাইল্যান্ড
3. কত সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়?
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭৬ সালে
4. ভিয়েতনাম যুদ্ধ কত বছর স্থায়ী ছিল?
১৯৫৫-১৯৭৩
১৯৫৬-১৯৬৭
১৯৬৬-১৯৭৭
১৯৮৭-১৯৮৯
5. নিম্নের কোন দেশের সরকার প্রধান হলেন প্রেসিডেন্ট?
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
জাপান
অস্ট্রেলিয়া
6. আমেরিকান কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়?
লিন্ডন বি জনসন
রিচার্ড নিক্সন
জিমি কার্টার
জন এফ. কেনেডি
7. কোন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে হো চি মিন নামটি সম্পর্কিত?
কিউবা
চীন
ভিয়েতনাম
দক্ষিণ কোরিয়া
8. হো চি মিন নামটি কোন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত?
কিউবা
চীন
ভিয়েতনাম
দক্ষিণ কোরিয়া
9. 'আচেহ' প্রদেশটি কোন দেশের অংশ?
মালয়েশিয়ার
ইন্দোনেশিয়ার
থাইল্যান্ডের
মিয়ানমারের
10. ইরিয়ানজায়া প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে?
ফিলিপাইন্স
ফিজি
ইন্দোনেশিয়া
কম্পুচিয়া
11. তিমুর কোন দেশের কলোনি ছিল?
ব্রিটেন
ফ্রান্স
স্পেন
পর্তুগাল
12. মেঘবতী সুকর্ণপুত্রী কত সালে ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?
২০০৩
২০০০
২০০১
২০০২
13. জানানা গুসামাও কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
ব্রুনাই
পূর্ব তিমুর
14. পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম—
জানানা গুসামাও
আনোয়ার ইব্রাহিম
আব্দুল ওয়াহিম
সিতিভেনী রাবুকা
15. পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য লড়াইকারী দল কোনটি?
তিমুর ফ্রিডম পার্টি
ইস্ট তিমুর ফ্রিডম পার্টি
তিমুর ফ্রিডম অ্যালায়েন্স
ফ্রেটিলিন
16. ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট--
মেঘবতী সুকর্ণপুত্রী
জোকো উইদোদো
আবদুর রহমান
সুলিলো বামবাং
17. পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী?
একটি সংগঠন
একটি স্বাধীন দেশ
অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
ইন্দোনেশিয়ার একটি অঞ্চল
18. স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল?
পর্তুগাল
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
ফিলিপাইন
19. হো চি মিন কে ছিলেন?
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট
ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নেতা
কোনোটিই নয়
20. পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
এশিয়া
ইউরোপ
ওশেনিয়া