MCQ
201. বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে?
এয়ার ভাইস মার্শাল এ. জি. তাওয়ার
এয়ার ভাইস মার্শাল এ. কে. খন্দকার
এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ
এয়ার ভাইস মার্শাল এম. কে. বাশার
202. মুক্তিযুদ্ধে কে ফোর্সের প্রধান কে ছিলেন?
কে.এম. শফিউল্লাহ
কামারুজ্জামান
খালেদ মোশাররফ
কাদের সিদ্দিকী
203. মুক্তিযুদ্ধের সময় কোন কোন রেজিমেন্টের সমন্বয়ে এস ফোর্স গঠিত হয়েছিল?
৪ ও ৮ ইস্ট বেঙ্গল
২ ও ১১ ইস্ট বেঙ্গল
৩ ও ৭ ইস্ট বেঙ্গল
১ ও ৭ ইস্ট বেঙ্গল
204. কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল?
ঢাকা
চট্টগ্রাম
রাজশাহী
সিলেট
205. মুক্তিযুদ্ধের সময় কোন কোন রেজিমেন্টের সমন্বয়ে কে ফোর্স গঠিত হয়েছিল?
৪, ৯ ও ১০ ইস্ট বেঙ্গল
১, ৪ ও ৮ ইস্ট বেঙ্গল
৩ ও ৮ ইস্ট বেঙ্গল
২ ও ৯ ইস্ট বেঙ্গল
206. সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটির রচয়িতা কে?
ওয়াল্ট হুইটম্যান
অ্যালেন গিন্সবার্গ
রবার্ট ফ্রস্ট
কার্লোস উইলিয়াম
207. মুক্তিযুদ্ধের সময় কোন কোন রেজিমেন্টের সমন্বয়ে জেড ফোর্স গঠিত হয়েছিল?
১.৩ ও ৮ ইস্ট বেঙ্গল
১, ২ ও ৫ ইস্ট বেঙ্গল
১.৩ ও ৭ ইস্ট বেঙ্গল
১.৫ ও ৯ ইস্ট বেঙ্গল
208. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?
ট্রাফালগার স্কোয়ার
টাইমস স্কোয়ার
রেড স্কোয়ার
ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
209. মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
মেজর খালেদ মোশাররফ
মেজর সি. আর, দত্ত
মেজর কে. এম. শফিউল্লাহ
মেজর জলিল
210. ভারতীয় সেনা মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
২টি
৩টি
৪টি
৫টি
211. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
৯টি
১০টি
১১টি
১২টি
212. মুক্তিবাহিনীর 'ওয়ার স্ট্র্যাটেজি' কী নামে পরিচিত?
তেলিয়াপাড়া ট্র্যাটেজি
বাঘাইছড়ি স্ট্র্যাটেজি
মুজিবনগর স্ট্র্যাটেজি
আগরতলা স্ট্র্যাটেজি
213. 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি সুরারোপ করেন—
অ্যালেন গিন্সবার্গ
বব ডিলান
বব মার্লে
ডিলান টমাস
214. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?
আতাউল গণি ওসমানী
কে. এম. শফিউল্লাহ
জিয়াউর রহমান
খালেদ মোশাররফ
215. মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টরে মোট কতজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন?
১০
১২
১৫
১৬
216. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?
৬০টি
৬৪টি
৬৫টি
৫৫টি
217. ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা --
পাকিস্তানি সেনা
মুক্তিবাহিনী
ইন্দো-বাংলা যৌথবাহিনী
মিত্র বাহিনী
218. বাংলাদেশের মুক্তিযুদ্ধে এস ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?
আতাউল গণি ওসমানী
কে. এম. শফিউল্লাহ
জিয়াউর রহমান
খালেদ মোশাররফ
219. ' সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটির রচয়িতা অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক?
যুক্তরাষ্ট্র
কানাডা
ফ্রান্স
যুক্তরাজ্য
220. 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি সুরারোপ করেন—
অ্যালেন গিন্সবার্গ
বব ডিলান
বব মার্লে
ডিলান টমাস