Image
MCQ
221. মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? / শহিদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
ঢাকা গেরিলা (উত্তর)
ঢাকা গেরিলা (দক্ষিণ)
ক্র্যাক প্লাটুন
বাংলাদেশ লিবারেশন ফোর্স
222. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
১০
223. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না?
৭ নং সেক্টর
১০ নং সেক্টর
৩ নং সেক্টর
১ নং সেক্টর
224. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
রংপুর ও দিনাজপুর
ময়মনসিংহ
যশোর ও সিলেট
কুষ্টিয়া
225. দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ' গ্রন্থের লেখক কে?
এস. এ. করিম
অ্যান্থনি মাসকারেনহাস
আর্চার কে. ব্লাড
এডওয়ার্ড কেনেডি
226. ক্র্যাক প্লাটুন হিট এন্ড রান পদ্ধতিতে কোন এলাকায় যুদ্ধ পরিচালনা করে?/ মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল?
সিলেট
ঢাকা
রংপুর
চট্টগ্রাম
227. মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
১০
228. বাংলাদেশের মুক্তি-যুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন?
আতাউল গণি ওসমানী
জেনারেল স্যাম মানেকশ
জগজিৎ সিং অরোরা
জেনারেল জ্যাকব
229. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কে সেক্টর কমান্ডার ছিলেন না?
এম. কে. বাশার
আবু ওসমান চৌধুরী
মেজর হাফিজ
এম এ মঞ্জুর
230. মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
১০
231. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর নিয়ে নৌকমান্ড বা নৌবাহিনী গঠিত হয়?/ নৌ-সেক্টর কোনটি?
৩ নং
৭ নং
১০ নং
১১ নং
232. কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল?
যুবকদের
শ্রমিকদের
পেশাজীবীদের
ছাত্র-ছাত্রীদের
233. মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল?
৫ নং
৬ নং
১১ নং
৮ নং
234. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল?
সেক্টর-৪
সেক্টর-২
সেক্টর-১
সেক্টর-৩
235. নিচের কোন বাহিনীর জন্ম ভারতে?
নিয়মিত বাহিনী
আফসার বাহিনী
মুজিব বাহিনী
কাদেরিয়া বাহিনি
236. মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কী ছিল? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডোদের পরিচালিত অভিযান কী নামে পরিচিত? / মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিজদ্ধাদের অভিজানের নাম কি ?
অপারেশন মেরিন
অপারেশন সি-এঞ্জেল
অপারেশন জ্যাকপট
অপারেশন নেভি
237. মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নম্বর সেক্টরের অধীন ছিল?
১০
238. ফ্রেন্ডস অব বাংলাদেশ' পুরস্কার কাকে দেয়া হয়েছে?
শ্যাম সুন্দর সিং
ফ্রান্সিস জুলিয়ান
লসংকর কৃষ্ণা
অব, কর্নেল অশোক তারা
239. মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর --
৩ নং
৭ নং
১০ নং
১১ নং
240. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম---
মেহেরপুর
মাগুড়া
যশোর
ময়মনসিংহ