EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
42. The process of joining similar or dissimilar materials by heating them below 450°C using non-ferrous filler material is called as-
Beaking
Soldering
Welding
All of the above
47. বাই প্রোডাক্ট কী?
উৎপাদন প্রক্রিয়ায় মূল উৎপাদিত পণ্য ছাড়াও সাথে আরো একটি বেশি বা অতিরিক্ত পণ্য পাওয়া যায়
উৎপাদনের সময় নষ্ট মাল অথবা ক্ষতিগ্রস্ত উৎপাদিত পণ্য অন্য কোনো উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
উৎখাদন প্রতিন্যায় উৎপাদিত দ্রব্যকে শোভন করতে যে অতিরিক্ত মাল বা কাঁচামাল কাটছাঁট বা ফেলে দেয়া হয়
কোনোটিই নয়
54. স্ক্র্যাপ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
ব্যাখ্যা: স্ক্র্যাপ (Scrap) তিন প্রকার, যথা- (১) লেজিটিমেট স্ক্র্যাপস (Legitimate scraps), (২) অ্যাডমিনিস্ট্রেটিভ স্ক্র্যাপস (Administrative scraps) (৩) ডিফেকটিভ স্ক্র্যাপস (Defective scraps)
56. ব্যয়ের উপাদান কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যয়ের উপাদানগুলো হলো- (১) প্রত্যক্ষ মাল (Direct materials). (২) প্রত্যক্ষ শ্রম (Direct labour); (৩) প্রত্যক্ষ খরচ ব্যয় (Direct expenses). (৪) পরোক্ষ খরচ ব্যয় (Indirect expenses)