EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2281. একক পরিমাণ তিজা সম্পৃক্ত বাষ্পে যে পরিমাণ শুদ্ধ বাষ্প থাকে, তাকে কী বলে?
ড্রাইনেস ফ্র্যাকশন
সম্পৃক্ত স্টিম
অতিপূক্ত সিস্টম
কোনোটিই নয়
2282. নির্দিষ্ট আয়তনের ওয়াটার ভেপারের ভর এবং একই তাপমাত্রায় ও আয়তনের স্যাচুরেটেড ওয়াটার ভেপারের ভরের অনুপাতকে কী বলে?
রিলেটিভ হিউমিডিটি
ডিউ পয়েন্ট
রেফ্রিজারেশন
রেফ্রিজারেন্ট
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: কোনো নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট আয়তনের বাতাসের যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ঐ তাপমাত্রায় ঐ আয়তনের বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটির অনুপাতকে তুলনীয় বা আপেক্ষিক আর্দ্রতা বলে।
2283. সাইক্রোমেট্রিক্স চার্টে বক্ররেখা (Curved line) কী নির্দেশ করে?
ড্রাই বাল্ব তাপমাত্রা
ওয়েট বাথ তাপমাত্রা
আপেক্ষিক আর্দ্রতা
পরম আর্দ্রতা
2284. গরমকালে এয়ারকন্ডিশনিং-এর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কমপক্ষে কত হওয়া উচিত?
40%
75%
60%
90%
2285. শীতকালে এয়ারকন্ডিশনিং-এর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান সর্বোচ্চ কত হওয়া উচিত?
90%
70%
60%
40%
2286. সাইক্রোমেট্রিক চার্ট কীজন্য ব্যবহৃত হয়?
Air-condition desig
Wet bulb temperature temperature নির্ণয়ে dewpoint
রেফ্রিজারেন্ট-এর গুণাবলি নির্ণয়ে
আর্দ্র বাতাসের বিভিন্ন তথ্য সন্নিবেশন করে
2287. যে চার্টের মাধ্যমে জলীয় বাষ্পের বিভিন্ন গুণাগুণের বর্ণনা করা হয়, তাকে কী বলে?
ভেপার চার্ট
তাপমাত্রার চার্ট
সাইক্রোমেট্রিক চার্ট
রেফ্রিজারেশন চার্ট
2288. Pressure-enthalpy চার্টে, সম্পৃক্ত (Saturation) লাইনের বাঁ-দিকে-
Wet-vapor প্রবাহী
Superheated প্রবাহী
Saturated প্রবাহী
Subcooled প্রবাহী
ব্যাখ্যা: Pressure-enthalphy চার্টের বাঁ দিকে Subcooled region এ ambopoled প্রবাহী এবং ডান দিকে Superheated vapuur region এ Superheated প্রবাহী অবস্থান করে।
2291. Energy can neither be created nor destroyed but can be converted from one form to other is inferred from-
Zeroth law of thermodynamic
First law of thermodynamics
Second law to thermodynamics
Basic law of thermodynamics
2293. একটি থার্মোমিটার বাতাসের আর্দ্রতা দ্বারা প্রভাবিত না হয়ে বাতাসের যে তাপমাত্রা পরিমাপ করে, তাকে কী বলা হয়—
শুল্ক বাল্ব তাপমাত্রা
শিশিরাংক তাপমাত্রা
অর্দ্রে বাল্ব তাপমাত্রা
কোনোটিই নয়
2294. পি-এইচ ভায়াগ্রামের সাহায্যে কোনো তাপীয় সাইকেলের কী জানা যায়?
এনথালপি ও চাপ
তাপ
এনট্রপি
চাপ
2295. First law of thermodynamics furnishes the relationship between-
Heat and work
Heat, work and properties of the system
Various properties of the system
Various thermodynamic processes
2296. শীতকালে একটি এয়ারকন্ডিশনিং ইউনিট বাতাসকে গরম করতে যে পদ্ধতি অনুসরণ করে, তাকে কী বলা হয়?
আর্দ্রকরণ
শুষ্ককরণ
গরম ও আর্দ্রকরণ
ঠান্ডা ও শুদ্ধকরণ
2297. পাইরোমিটার (Pyrometer) ব্যবহৃত হয় কেন?
চাপ পরিমাণে
তাপ পরিমাপে
তাপমাত্রা পরিমাপে
বিকিরণ ক্ষমতা (Emissivity) পরিমাণে
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাইরোমিটার হলো একটি রিমোট সেন্সিং খার্মোমিটার, যার খারা কোনো পৃষ্ঠের (Surface) তাপমাত্রা পরিমাপ করা হয়। ফার্নেস (Furnace), ইটের চুল্লি(Kilis) ইত্যাদির উদ্ধ তাপমাত্রা পরিমাপে পাইরোমিটার (Pyrometer) ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
2298. ফ্রিকশন ফ্যাক্টর (Friction factor) কোন চার্ট থেকে পাওয়া যায়?
Psychrometric chart
Mollier diagram
Moody diagram
উপরের কোনোটিই নয়
2299. Psychrometric চার্টে বক্ররেখা (Curved ch line) কী নির্দেশ করে?
শুষ্ক বাল্ব (Dry bulb) তাপমাত্রা
ওয়েট বাল্ব (Wet hulb) তাপমাত্রা
আপেক্ষিক আর্দ্রতা (Relative humidity)
পরম আর্দ্রতা
2300. কোনো গ্যাসকে ভরলে পরিণত করতে হলে এর তাপমাত্রায় কী পরিবর্তন আনতে হবে?
সংকট (Critical) তাপমাত্রার বেশি হতে হবে
সংকট তাপমাত্রার কম হতে হবে
সংকট তাপমাত্রার সমান হতে হবে
উপরের কোনোটিই সঠিক নয়