MCQ
2261. Second law of thermodynamics defines-
Heat
Entropy
Internal energy
None of the above
2262. রেডিয়েশন হিট ট্রান্সফার (Radiation heat transfer) নির্ভর করে কীসের উপর?
বস্তুর তাপমাত্রার উপর
বস্তুর nature-এর উপর
বস্তুর রঙের উপর
উপরের সবগুলোই সত্য
2263. কোনো তরলের তাপ বর্জনের হার তরলে তার পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্যের-
সমানুপাতিক
বর্ণের সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
কোনো সম্পর্ক নেই
2264. রেডিয়েশন হিট ট্রান্সফার নির্ভর করে কীসের উপর?
বস্তুত তাপমাত্রার উপর
বস্তুর ন্যাচারের উপর
বস্তুর রতের উপর
সবগুলো
2265. কালো বস্তুর ইমিসিভিটি কত?
0
0.75
0.5
1
2266. তাপ সঞ্চালনের মাধ্যম কয়টি?
৩টি
৪টি
৬টি
৭টি
2267. The first law of thermodynamics is the law of-
Conservation of mass
Conservation of energy
Conservation of momentum
Conservation of heat
2268. হিট ট্রান্সফার সংঘটিত হয় কী অনুযায়ী?
জিরণ সূত্রানুযায়ী
থার্মোডাইনামিক্স-এর ১ম সূত্রানুযায়ী
থার্মোডাইনামিক্স-এর ২য় সূত্রানুযায়ী
কিরচফস সূত্রানুযায়ী
2269. একটি নির্দিষ্ট চাপে সম্পৃক্ত পানির এনথালপি 212kJ/kg এবং সম্পৃক্ত বাষ্পের এনথালপি 2878kJ/kg তাহলে পানির বাষ্পীভবনের সুপ্তভাগ কত?
2727kJ/kg
2929kJ/kg
3030kJ/kg
2666kJ/kg
2270. মধ্যবর্তী মাধ্যমের বিচ্যুতি গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে সরল রেখার হিট ট্রান্সফার প্রক্রিয়াকে কী বলে?
কনডাকশন
রেডিয়েশন
কনভেকশন
একটিও না
2271. First law of thermodynamics-
Enables to determine change in internal energy of the system
Does not help to predict whether the system will or not undergo a change
Does not enable to determine change in entropy
Provides relationship between heat work and internal energy
all of the above
2272. The term "Efficiency" in a thermodynamic Cycle is a consequence of-
First law of thermodynamics
Second law of thermodynamics
Third law of thermodynamics
Zeroth law of thermodynamics
2273. এস আই (SI) unit অনুযায়ী থার্মাল কন্ডাকটিভিটি-
ওয়াট / মিটার কেলভিন
ওয়াট/ মিটার^2 কেলভিন^2
ওয়াট/ মিটার^2 কেলভিন
জুল /মিটার^3 কেলভিন
2274. 'গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে হিট ট্রান্সফার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও বস্তুগুয়ের তাপমাত্রার পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক।' এটি কার সূত্র?
থার্মোডাইনামিক্সের ১ম সূত্র
নিউটন'স 'ল' অব কুলিং
নিউটন'স 'ল' অব হিটিং
স্টিফেন'স 'ল'
2275. হিটিং ও ডি-হিউমিডিফিকেশন প্রসেসে ড্রাই বাজ-এর তাপমাত্রা-
স্থির থাকে
কমে
বাড়ে
কোনোটিই নয়
2276. According to first law of thermodynamics-
Mass and energy are mutually convertible
Carnot engine is most efficient
Heat and work are mutually convertible
Mass and light are mutually convertible
2277. প্রকৃত কালো বস্তু সেটি, যা-
কালো রং ধারণ করে
সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপের বিকিরণ গ্রহণ করে
সকল তাপের বিকিরণ প্রত্যাখ্যান করে
তাপের বিকিরণ প্রতিফলন করে
2278. সমীকরণ Q=eσAT^4-কে কী বলা হয়?
ফোরিয়ার সমীকরণ
স্টিফেন বোল্টেজম্যান সমীকরণ
নিউটন রিকমেন সমীকরণ
জোসেন স্টিফেন সমীকরণ
2279. তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে হিট ট্রান্সফার সংঘটিত হয় যে উপায়ে, তাকে কী বলে?
কনডাকশন
কনভেকশন
রেডিয়েশন
কোনোটিই নয়
2280. কৃষ্ণ বস্তু (Black body) সর্বাধিক শক্তির জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য (wave-length) কৃষ্ণ বস্তুর-
তাপমাত্রার তাপমাত্রার উপর নির্ভর করে না
সমানুপাতিক
(তাপমাত্রা)^4 এর সমানুপাতিক
তাপমাত্রার ব্যস্তানুপাতিক