Image
MCQ
541. পূর্বের জন্য যে খরচ হয়, তাকে কী কস্ট বলে?
সেট-আপ কস্ট
হোল্ডিং কস্ট
অর্ডারিং কস্ট
কোনোটিই নয়
542. গ্যান্ট চার্ট সাধারণত কত প্রকার হয়ে থাকে?
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
৫প্রকার
544. কোনটি সবিরাম শিল্পকারখানা—
তৈল
স্বয়ংক্রিয় ইট তৈরির কারখানা
সুগার মিল শোধনাগার কারখানা
সবগুলো
545. থারবলিগসের নাম যানবাহন খালি এর রং কী?
জলপাই সবুজ
কালো
বেগুনি
ধূসর
546. কর্মীর শারীরিক ও মানসিক যোগ্যতার ধারণা পাওয়া যায়-
কার্য মূল্যায়নে
কার্য নির্দিষ্টকরণে
কার্য বিশ্লেষণে
কর্ম নির্দিষ্টকরণে
547. কয় প্রকার পদ্ধতিতে যন্ত্রপাতি বিন্যাস করা যায়?
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
548. একটি কারখানার ফ্যাক্টরি ওভারহেড (উপরি খরচ) 10,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রম খরচ 40,000 টাকা হলে, উপরি খরচে শতকরা হার নির্ণয় কর।
30%
25%
35%
40%
549. নির্দিষ্ট সময়ের জন্য মাল মজুদকরণের খরচকে কী বলা হয়?
সেট-আপ কস্ট
অর্ডারিং কস্ট
হোল্ডিং কস্ট
কোনোটিই নয়
550. কারখানার স্থান নির্বাচনে কয়টি খরচ বিবেচনায় আনতে হয়?
৪টি
২টি
৩টি
৫টি
551. নিচের কোনটি ইনডাইরেক্ট কস্ট?
যন্ত্রপাতি ক্রয়
কারখানা ভাড়া
যন্ত্রপাতি ভাড়া
কোনোটিই নয়
552. কোনো পদের জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা ও অবশ্যকীয় গুণাবলির বর্ণনাই হলো-
কার্য মূল্যায়ন
কার্য নির্দিষ্টকরণ
শ্রম মূল্যায়ন
শ্রম নির্দিষ্টকরণ
555. গ্যাস প্রবাহের জন্য কোন ধরনের পাইপ ব্যবহৃত হয়?
লোহার পাইপ
ইস্পাতের পাইপ
PVC পাইপ
MS পাইপ
556. নির্দিষ্ট কোনো ফরমায়েশের জন্য মেশিনের সময় নির্ধারিত করাকে 'কী বলে?
রিসোর্স সিডিউলিং
ফরমায়েশ সিডিউলিং
ওয়ার্ক সিডিউলিং
মেশিন সিডিউলিং
558. ব্রেক ইভেন পয়েন্টে মোট ক্রয় ও বিক্রয়-
সমান
অসমান
উভয়
কোনোটিই নয়
559. স্টোর রুমে রক্ষিত মালামালের পরিমাণ বুঝায় কোনটি দিয়ে—
স্টোর
টোক
স্টক
কোনোটিই না
560. থাবলিগস মোশন স্টাডি কে আবিষ্কার করেন?
যন্ত্রপাতি খরচ
অ্যারিস্টটল
গিলব্রেথ
গালফ