EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
581. কারিগরি শিক্ষা মূলত কীসের সাথে ওতপ্রোতভাবে জড়িত?
উৎপাদন
বণ্টন
শ্রমবিভাগ
অর্জন
ব্যাখ্যা: কারিগরি ক্ষেত্রে 'উৎপাদন' কথাটির গুরুত্ব সমধিক। কারিগরি শিক্ষা মূলত উৎপাদন ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আভিধানিক দৃষ্টিকোণ হতে উৎপাদনকে দ্রব্য' তৈরির প্রক্রিয়া বা কাজ বলা যায়। কিন্তু বাস্তবপক্ষে মানুষ কোন দ্রব্য বা বস্তু সৃষ্টি করতে পারে না, কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত দ্রব্য সম্ভারের উপযোগ সৃষ্টি করতে পারে।
582. The efficiency of a modern boiler using coal and heat recovery equipment is about-
25 to 30%
40 to 50%
65 to 70%
85 to 90%
ব্যাখ্যা: Modern boilers are more efficient than older boilers for several resons , but their main homage is that are condensing. A condensing boiler recovers more heat from the exhaust flue gas and uses it to heat the central heating water, making a more efficient that old boilers. It’s near about 85 to 90%
583. Economizer when added to boiler-
decreases efficiency of the boiler
makes superheated steam
used for reheating of steam
increases the efficiency of the boiler
584. উৎপাদন ব্যবস্থাপনার দৃষ্টিতে উৎপাদনকে কয় ভাগে ভাগ করা যায় ?
৫ভাগে
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
ব্যাখ্যা: উৎপাদন ব্যবস্থাপনার দৃষ্টিতে দু' ভাগে ভাগ করা যায়। যেমন- ১। অবিরাম উৎপাদন (Continuous production) এবং ২। সবিরাম উৎপাদন (Intermittent production)
585. উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্যপ্রক্রিয়ার বিস্তারিত সময়সূচিকে কী বলে?
রুটিন
ডিসপেচিং
শিডিউলিং
সবগুলো
586. ডাইভারসিটি ফ্যাক্টরের মান কেমন?
একের চেয়ে বেশি
একের কম
একের সমান বা বেশি
উপরের কোনোটিই না
587. লোড কার্ড দ্বারা কী জানা যায়?
বিভিন্ন চাহিদার পরিমাণ
প্রকল্প লাভজনক কি না
প্রকল্পের আকার ও সংখ্যা
উপরের সবক'টি
ব্যাখ্যা: লোড কার্ড (Load Curve) : গ্রাহকবৃন্দ তখনই বিদ্যুৎ ব্যবহার করে খখন তাঁর বিদ্যুৎশক্তির প্রয়োজন হয়। বৈদ্যুতিক লোড বিভিন্ন রকম হয়ে থাকে। ব্যবহারকারীরা সবসময় একই পরিমাণ পাওয়ার ব্যবহার করেন না। যে কার্ভে সর্বোচ্চ কিলোওয়াট লোডকে বাম প্রান্তের অক্ষ এবং সময়কে x-অক্ষ বরাবর প্রকাশ করে কিলোওয়াটকে সময়ের সাথে গ্রাফে প্লট (Plot) করলে যে লেখচিত্র পাওয়া যায়, তাকে লোড কার্ভে বলে। অন্যভাবে বলা যায়, সময়ের (ঘণ্টা, দৈনিক, মাসিক, বাৎসরিক) সঙ্গে সম্পর্ক রেখে বৈদ্যুতিক শক্তি সরবরাহ ও ব্যবহারের গ্রাফ চিত্রাকে লোড কার্ভে বলে।
588. কিলোওয়াট আওয়ারের সাথে কিলোওয়াটকে গ্রাফে প্লট করলে যে কার্ভ হয় তা হচ্ছে-
ইন্ট্রিগ্রেটেড লোডকার্ভ
আদর্শ লোড কার্ভ
বাস্তব লোড কার্ভ
ডিউরেশন লোড কার্ভ
ব্যাখ্যা: যে কার্ডে উৎপাদিত ইউনিট x-অক্ষ এবং চাহিদা y-অক্ষ বরাবর প্লট করে যে সম্পর্ক দেখানো হয়, তাকে ইন্টিগ্রেটেড লোড কার্ড বলে।
589. হিসাব করে দেখা গেছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি খরচ হচ্ছে-
75% হতে 85%
5% হতে 15%
1% হতে 5%c
5% হতে 20%
591. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ভ হতে?
বাস্তব লোড কার্ভ
আদর্শ লোড কার্ভ
ডিউরেশন লোড কার্ভ
ইন্ট্রিগ্রেটেড লোড কার্ভ
592. সংযুক্ত লোড ফ্যাক্টর কোনটি?
গড় লোড/সংযুক্ত লোড
সংযুক্ত লোড/সর্বোচ্চ চাহিদা
গড় লোড/সর্বোচ্চ চাহিদা
পিক লোড /সংযুক্ত লোড
593. আমাদের দেশে বিদ্যুতের পিক আওয়ার শুরু হয় কখন?
সকাল হতে
দুপুর হতে
সন্ধ্যা হতে
গভীর রাত্রে
ব্যাখ্যা: বিদ্যুতের চাহিদা যে সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তাকে পিক আওয়ার বা পিক লোড আওয়ার বলে।
595. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা খরচ কত?
0 হতে 2 ভাগ
0 হতে 1 ভাগ
0 হতে 3 ভাগ
0 হতে 4 ভাগ
597. গ্রিড উপকেন্দ্রসমূহ নিয়ন্ত্রণ করে এলাকার-
এলটি ফিডার
এইচ.টি, ফিডার
ডিস্ট্রিবিউশন লাইন
জেনারেটিং স্টেশন,
ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ হতে দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণের লক্ষ্যে সকল আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে যে সঞ্চালন লাইন ও উপকেন্দ্রের মাধ্যমে একটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়, তাকে গ্রিড বলে।
598. কখন লোড ফ্যাক্টর ও ক্যাপাসিটি ফ্যাক্টরের মান সমান হবে?
যখন সর্বোচ্চ চাহিদা ও রেটেড ক্ষমতা অসমান হয়
যখন সর্বোচ্চ চাহিদা ও রেটেড ক্ষমতা অসমান হয়
যখন সংযুক্ত লোড ও সর্বোচ্চ চাহিদা একই চাপের হয়
কোনোটিই নয়