MCQ
841. কোনটি স্থির খরচ?
কেন্দ্রের মূলধন
জ্বালানি খরচ
পুঁজি বিনিয়োগ চার্জ
কোনোটিই নয়
842. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে স্থান নির্বাচনের জন্য অভিজ প্রকৌশলী দ্বারা ব্যাপক পরীক্ষা ও নিরীক্ষা তথা জরিপের প্রয়োজন?
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
843. পানিবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রকে লোড সরবরাহ অনুসারে কত ভাগে ভাগ করা হয়?
দু'ভাবে
তিনভাবে
চারভাবে
পাঁচভাবে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: দু'ভাগে ভাগ করা হয়, যথা- ১। বেস্ লোড প্লান্ট এবং ২। পিক লোড প্লান্ট।
844. মিডিয়াম হেড পানিবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ব্যবহৃত হয়-
কাপলান টারাবইন
পেল্টন টারবাইন
ইম্পালস্ টারবাইন
ফ্রান্সিস টারবাইন
845. ড্রাফট টিউবটি প্রশস্ত হয়-
ইনলেটে
আউটলেটে
হেড রেসে
মাঝখানে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: টারবাইনে ব্যবহৃত কার্যকর তরল (পানি) এবং বায়ুমণ্ডলের মধ্যে চাপের সৃষ্টি হয় বলে রিয়্যাকশন টারবাইনকে অবশ্য আবদ্ধ রাখতে হয় এবং এই কারণেই ড্রাফট-টিউব ব্যবহার করা হয়।
846. নিম্ন গতিতে অল্টারনেটর কী দ্বারা চালিত হয়?
স্টিম ইঞ্জিন
স্টিম টারবাইন
হাইড্রোলিক টারবাইন
কোনটিই নয়
847. সোজা কনিক্যাল ড্রাফট টিউবের সর্বোচ্চ কোণ কত?
2°
4°
6°
8°
848. ড্রাফ্ট টিউবের উপরিভাগের ক্ষেত্রফল যার সমান তার নাম কী?
রানার
টেইল রেস
পেনস্টোক
স্পিলওয়ে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ড্রাফ্ট টিউব তিন ধরনের হয়, যথা-
১। সোজা কনিক্যাল ড্রাফট টিউব,
২। এলবো ড্রাফট টিউব ও
৩। হাইড্রাকোন ড্রাফট টিউব।
849. পেনস্টোকে পানির বেগ লো-হেড পাওয়ার প্লান্টের জন্য সাধারণত কত হয়ে থাকে?
2 মিটার/সেকেন্ড
4 মিটার/সেকেন্ড
7 মিটার/সেকেন্ড
9 মিটার/সেকেন্ড
850. আয়ুষ্কাল বিবেচনায় সবচেয়ে দীর্ঘ আয়ুসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
স্টিম টারবাইন
কম্বাইন্ড সাইকেল
পানিবিদ্যুৎ
একচক্র কথাশন টারবাইন
851. ক্যাচমেন্ট এরিয়া দরকার নিম্নের কোন বিদ্যুত কেন্দ্রের?
তাপবিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
টাইডেল বিদ্যুৎ কেন্দ্রের
ভূগর্ভস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: পানিবিদ্যুৎ প্রকল্পে বাঁধের পিছনে যে বিশাল এলাকা হতে পানি সংগ্রহ করা হয়, তাকে ক্যাচমেন্ট এলাকা বলে।
852. লো-হেড প্লান্ট পানিবিদ্যুৎ কেন্দ্রে অপারেটিং হেডের উচ্চতা থাকে কত?
15 মিটার পর্যন্ত
50 মিটার পর্যন্ত
100 মিটার পর্যন্ত
150 মিটার পর্যন্ত
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: যখন কোনো পানিবিদ্যুৎ কেন্দ্র ১৫ মিটার পর্যন্ত পানির হেডের মধ্যে কাজ করে থাকে, তখন তাকে লো-হেড প্লান্ট বলে। যখন কোনো পানিবিদ্যুৎ কেন্দ্র ১৫ মিটার থেকে ৫০ মিটার পানির হেডের মধ্যে কাজ করে, তখন সে জাতীয় প্লান্টকে মিডিয়াম হেড প্লান্ট বলে।
853. কোন প্লান্ট নির্বাচনে নুড়ি পাথরের পর্যাপ্ত বিবেচনা করতে হয়?
জলবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
তাপবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
854. পেনস্টোক তৈরিতে ব্যবহৃত স্টিলের পাইপের ব্যাস সাধারণত কত?
3 মিটার
5 মিটার
7মিটার
9 মিটার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: এটা স্টিল, রিইনফোর্সড কংক্রিট এবং কাঠের তৈরি হয়ে থাকে।
পানির হেডলস যাতে খুব কম হয় সেজন্য পেনস্টোক তৈরির সময় তীক্ষ্ণ বাঁক পরিহার করা হয়।
855. ড্রাফট টিউবের উপরিভাগের প্রস্থচ্ছেদ কেমন?
আয়তাকার
বর্গাকার
বৃত্তাকার
ডিম্বাকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ড্রাফট-টিউব (Draft-tube): রানার থেকে নির্গত পানি যে টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে ড্রাফট-টিউব বলে। এটির প্রায় এক মিটার অংশ টেইলরেস-এ ডুবানো থাকে।
856. ওয়াটার ওয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে কোনটি?
ক্যানাল
পেনস্টোক
টানেল
সবগুলো
857. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কালে বিকল্প নদীর প্রয়োজন হয়।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
বাষ্পচালিত কেন্দ্র
858. পেনস্টোকে পানির বেগ উচ্চ হেড পাওয়ার প্লান্টের জন্য সাধারণত কত হয়ে থাকে?
4 মিটার/সেকেন্ড
7 মিটার/সেকেন্ড
9 মিটার/সেকেন্ড
11 মিটার/সেকেন্ড
859. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের শতকরা পরিমাণ কত?
60% ভাগ
85% ভাগ
70% ভাগ
50% ভাগ
860. হাই-হেড পানিবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ব্যবহৃত হয়-
কাপলান টারবাইন
পেল্টন টারবাইন
ইম্পালস্ টারবাইন
ফ্রান্সিস টারবাইন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: আবিষ্কারকের নামানুসারে পানি টারবাইনকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা-
(ক) পেল্টন টারবাইন (Pelton turbine): এটি একপ্রকার ইম্পাল্স টারবাইন। উচ্চ ধরনের হেড এবং লো-ডিসচার্জ পানির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(খ) ফ্রান্সিস টারবাইন (Francis turbine) : এটি একপ্রকার রিয়্যাকশন টারবাইন। মধ্যম ধরনের হেড ও মিডিয়াম ডিসচার্জকৃত পানির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(গ) কাপলান টারবাইন (Kaplan turbine): এটিও একপ্রকার রিয়্যাকশন টারবাইন। নিম্ন হেড ও উচ্চে ডিসচার্জকৃত পানির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
পানির হেডের উচ্চতা অনুসারে দু ভাগে ভাগ করা হয়, যথা-
(ক) পানির উচ্চ হেডবিশিষ্ট টারবাইন (High head turbine) ইম্পালস্ টারবাইন এই ধরনের হেডবিশিষ্ট টারবাইনের অন্তর্ভুক্ত।
(খ) পানির নিম্ন হেডবিশিষ্ট টারবাইন (Low head turbine) : রিয়্যাকশন টারবাইন এই ধরনের হেডবিশিষ্ট টারবাইনের অন্তর্ভুক্ত।