MCQ
801. শব্দহীন, গন্ধহীন এবং পরিবেশ দূষণমুক্ত শক্তিকেন্দ্র হলো-
বায়ুশক্তি কেন্দ্র
সোলার শক্তি কেন্দ্র
থার্মোইলেকট্রিক পাওয়ার কেন্দ্র
ম্যাগনেটো হাইড্রোডাইনামিক কেন্দ্র
802. সবচেয়ে বড় ধরনের নিউক্লিয়ার প্লান্টের অবস্থান কোথায়?
রাশিয়ায়
জাপানে
আমেরিকায়
কানাডায়
803. বাংলাদেশের পূর্ব-পশ্চিমের আন্তঃসংযোগ ব্যবস্থাকে কী বলে?
পূর্ব-পশ্চিম গ্রিড
পশ্চিম অঞ্চল গ্রিড
দক্ষিণ-পূর্ব গ্রিড
উত্তর-পূর্ব গ্রিড
804. PBS হলো BPDB -এর-
বিদ্যুৎ সরবরাহকারী
H.T. গ্রাহক
L.T. গ্রাহক
বিদ্যুৎ উৎপাদনকারী
805. কয়লা খনির কাছাকাছি স্থাপন করা উচিত কোনটি?
তাপবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
সোলার বিদ্যুৎ কেন্দ্র
806. বাংলাদেশে উন্নতমানের কয়লার খনি আছে-
চট্টগ্রামের সীতাকুণ্ডে
জামালপুরে
দিনাজপুরের বড়পুকুরিয়ায়
লালমনির হাটে
807. খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান খুলনা জেলার কোথায় অবস্থিত?
ফুলতলায়
ফুলবাড়ীতে
দৌলতপুরে
খালিশপুরে
808. সিলেট জেলার হরিপুরে অবস্থিত, নিম্নের কোনটি?
গ্যাস টারবাইন
ওয়াটার টারবাইন
স্টিম টারবাইন
নিউক্লিয়ার রিয়্যাক্টর
809. সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
নীলফামারী
পলাশবাড়ী
বাঘাবাড়ী
রংপুর
810. টুলের তাপ শোষনে প্রভাব বিস্তারকারী উপাদান নয় কোনটি?
তাপমাত্রা
ঘনত্ব
আবহাওয়া
কুলিং রেট
811. বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এল.ডি.সি. কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
আশুগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
812. বাংলাদেশের বিদ্যুৎ উপাদানকারী প্রতিষ্ঠান কোনটি?
BPDB
BREB
DESA
PBS
813. প্রাকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কী?
হীরা
পিতল
গ্রানাইড
ইস্পাত
814. বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
ঘোড়াশালে
আশুগঞ্জে
কাপ্তাই-এ
রাউজানে
815. দেশের পৌর এলাকাসমূহের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হলো-
BPDB
REB
DESA
PBS
816. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
2-4 মাইল
3-6 মাইল
6-7 মাইল
1-3 মাইল
817. পল্লিবিদ্যুৎ সমিতির আর্থিক নীতি হলো-
লাভ করা
লাভও না ক্ষতিও না
সেবাদান
বিদ্যুৎ বিল
818. বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
কুষ্টিয়াতে
বগুড়াতে
পাবনাতে
রংপুরে
819. বাষ্পশক্তি প্রকল্পের সার্বিক দক্ষতা কত হয়ে থাকে?
20% প্রায়
29% প্রায়
35% প্রায়
40% প্রায়
820. বরিশাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বরিশাল জেলার কোথায়?
সদরে
নদীর ধারে
বেলস্টেশনের কাছে
বিমান ঘাটির কাছে