Image
MCQ
881. যে-সব স্টিলে কার্বনের পরিমাণ 0.15% কম, তাদের কী স্টিল বলে?
কিলড স্টিল
সেমি-কিলড স্টিল
রিমোন্ড স্টিল
কোনোটিই নয়
882. শেপার, প্লেনার, লেদ ইত্যাদি মেশিনের টুল তৈরিতে ব্যবহৃত হয়-
স্টেইনলেস স্টিল
হাই-স্পিড স্টিল
মাইন্ড স্টিল
বেল স্টিল
884. আয়রন কার্বন ডায়াগ্রামে ইউটেকটয়েড পয়েন্ট কোথায় অবস্থিত?
1147°C এর উপরে
500°C-এ
727°C এর নিচে
কোনোটিই নয়
887. আয়রন কার্বন ডায়াগ্রামে ইউটেকটিক পয়েন্ট কোথায় অবস্থিত?
1147°C-এর নিচে
500°C এ
1047°C এ
কোনোটিই নয়
888. সাধারণত হাই-স্পিড স্টিল কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
889. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা নমনীয় কোনটি?
গ্লাস
গোল্ড
স্টিল
কাস্ট আয়রন
891. কোন প্রকারের সংকর ইস্পাতের উপর তাপ শোধন প্রক্রিয়ায় কোনো উন্নতি হয় না?
(০.০৮%-.০২% কার্বনযুক্ত ইস্পাত)
০.২%-০.৪% কার্বনযুক্ত ইস্পাত
৩০.০৪%-০.৮% কার্বনযুক্ত ইস্পাত
কোনোটিই নয়
892. যে-সব স্টিলে কার্বনের পরিমাণ 0.15% - 0.25% এর মধ্যে থাকে, তাকে কী স্টিল বলে?
কিলড স্টিল
সেমি-কিলড স্টিল
রিমন্ড স্টিল
কোনোটিই নয়
893. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ব্রিটেল কোনটি?
কপার
ব্রাস
কাস্ট আয়রন
কোনোটিই নয়
894. অক্সিডেশন-এর মাত্রার উপর ভিত্তি করে স্টিলকে কত ভাগে ভাগ করা যায়?
৩ ভাগে
৪ ভাগে
৫ভাগে
৬ ভাগে
895. যে-সব স্টিলে কার্বনের পরিমাণ 0.25% এর বেশি তাদেরকে কী স্টিল বলে?
কিলড স্টিল
সেমি-কিলড স্টিল
রিমন্ড স্টিল
কোনোটিই নয়
896. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
বেবিট মেটাল
মনেল
ব্রাশ
হাই-স্পিড স্টিল
897. স্প্রিং তৈরিতে স্টিলের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার?
উচ্চ ফ্যাটিগ সামর্থা ও বিচ্যুতি
স্থিতিস্থাপকতা ও রেজিল্যান্স
ঘাতসহতা
সবগুলো
900. সিমেন্টাইড কার্বাইডে কোনটি থাকে না?
টাংস্টেন (W)
কোবাল্ট (Co)
কার্বন (C)
জিঙ্ক (Zn)