MCQ
861. ফোন প্লান্ট স্থাপন করতে আন্তর্জাতিকভাবে সমর্থনের প্রয়োজন?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
862. যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সে স্থানে স্থাপন করা উচিত কোনটি?
ডিজেল প্লান্ট
পারমাণবিক প্লান্ট
গ্যাস টারবাইন প্লান্ট
উইন্ডমিল প্লান্ট
863. কোন অ্যালয় ওজনে হালকা অথচ সাধারণত ইস্পাতের মতো শক্ত?
লেড অ্যালয়
কপার অ্যালয়
জিঙ্ক অ্যালয়
অ্যালুমিনিয়াম অ্যালয়
864. বাইসাইকেলের ফ্রেম কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
কাস্ট স্টিল
কার্বন ক্রোম স্টিল
হট বোল্ড স্টিল
ডেড মাইন্ড স্টিল
865. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা কতটি?
3টি
5টি
7টি
2টি
866. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে কোথায়?
রূপসা নদীতে
শংখ নদীতে
মহুরী নদীতে
কর্ণফুলি নদীতে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই এ অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রামের ৫০ কিলোমিটার দূরবর্তী রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ১৯৬২ সালে এই কেন্দ্রটি চালু করা হয়। এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর ওপর বাঁধ দেয়া হয়। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই হ্রদে বাঁধ দিয়ে তৈরি হয়েছে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি।
867. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
কক্সবাজারে
রাঙ্গামাটিতে
রাউজানে
চট্টগ্রাম সদরে
868. প্রাইভেট প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
869. স্টেইনলেস স্টিলকে এরূপ নামকরণের কারণ কী?
উত্তম অক্সিডেশন
অ্যাসিডরোধী গুণ
মরিচারোধ ও ক্ষয়রোধ গুণ
সবগুলো
870. স্ট্যান্ডবাই লস নেই কোনটির?
তাপবিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
871. পাওয়ার প্লান্ট লোড সেন্টারের কাছাকাছি স্থাপন করতে হয় কী জন্যে?
উৎপাদন খরচ কমানোর জন্য
পরিবহন লস কমানোর জন্য
পরিদর্শনের সুবিধার জন্য
বেশি পাওয়ার উৎপাদনের জন্য
872. পানির হেডের উচ্চতা অনুসারে পানিবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রকে কত ভাগে ভাগ করা যায়?
দু'ভাবে
তিনভাবে
চারভাবে
পাঁচভাবে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়-
১। লো-হেড প্লান্টস, ২। মিডিয়াম হেড প্লান্টস ও ৩। হাই- হেড প্লান্টস
873. ইন্টারকানেকশনের সুবিধা কী?
ফিডারে ড্রফ কম হয়
দক্ষতা বৃদ্ধি পায়।
ও সার্ভিস কন্টিনিউটি রক্ষা হয়
উপরের সবক'টি
874. রাউজানে নির্মাণাধীন ২য় ইউনিট বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষমতার?
50MW
60MW
210MW
50MW
875. LDC বলা হয় কাকে?
Loud Despatch Center
Load Distribution Center
Load Despatch Center
Load Development Center
876. ১৮/৪/১ টাইপ হাই-স্পিড স্টিল বলতে কী বুঝায়?
মলিবডেনাম = ১৮%: ভ্যানাডিয়াম 6% ক্রোমিয়াম = ১%
টাংস্টেন = ১৮%; মলিবডেনাম 8% ভ্যানাডিয়াম = ১%
টাংস্টেন = ১৮%; ক্রোমিয়াম 8% ভ্যানাডিয়াম = ১%
ক্রোমিয়াম = ১৮%; ভ্যানাডিয়াম = ৪% টাংস্টেন = ১%
877. সিন্টারিং ম্যাটেরিয়ালে AL2O3 থাকে-
96%
98%
97%
99%
878. স্টিলের গড় টেম্পারিং তাপমাত্রা কত?
1147°C
500°C
727°C
280°C
879. পাওয়ার প্লান্টের স্থান নির্বাচনে মাটির শক্ততা যাচাই করতে হয় কী জন্যে?
কম্পনের জন্য
আওয়াজ কমানোর জন্য
নিরাপত্তার জন্য
পরিদর্শনের জন্য
880. সংকর ইস্পাত ও উচ্চ কার্বন ইস্পাতের টেম্পারিং গড় তাপমাত্রা কত?
1147°C
727°C
500°C
280°C