Image
MCQ
1121. নিচের কোন বয়লারের হিটিং সারফেজ ও স্টিম উৎপাদন ক্ষমতা বেশি?
ফায়ার টিউব বয়লার
ওয়াটার টিউব বয়লার
উভয় বয়লার
কোনোটিই নয়
1122. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের কোন সুবিধা পাওয়া যায়?
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কর্মদক্ষতা বৃদ্ধি পায়
সবগুলো
1123. কোন বয়লাবের টিউবের ভিতরে পানি থাকে?
ফায়ার টিউব বয়লার
ওয়াটার টিউব বয়লার
কোল্ড টিউব বয়লার
নির্গমন টিউব বয়লার
1124. ব্যাব-কক উইলকক্স বয়লার সর্বপ্রথম তৈরি হয় কত সালে?
১৮৬৭ সালে
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৬৮৭ সালে
1125. ওয়াটার টিউব বয়লার সাধারণত ব্যবহার করা হয় কোথায়?
বড় প্লান্টে
ছোট প্লান্টে
মধ্যম প্লান্টে
সবক'টিতে
1126. ফায়ার টিউব বয়লার স্টিম উৎপন্ন করে সর্বোচ্চ কতবার।
২৩.৫ বার
২৪.৫ বার
২৫.৫ বার
২৬.৬ বার
1127. PWR পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে স্টিম তৈরি হয় কোথায়?
রিয়্যাক্টর-এর ভিতরে
বিদ্যুৎকেন্দ্রের একটি ওয়াটার টিউব বয়লারে
রিয়্যাক্টর ও টারবাইনের মাঝামাঝি স্থাপিত হিট এক্সচেঞ্জার-এ
উপরের কোনোটিই সত্য নয়
1129. কোন যন্ত্র তরলের এনার্জিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
টারবাইন
পাম্প
মোটর
জেনারেটর
1130. ল্যাংকেশার বয়লার কী ধরনের বয়লার?
স্টেশনারী ফায়ার টিউব বয়লার
ইন্টার্নালী ফায়ার বয়লার
হরিজন্টাল বয়লার
সবগুলো
1131. বয়েলিং ওয়াটার রিয়্যাক্টরে শীতলক হিসেবে কী ব্যবহার হয়?
হালকা পানি
সোডিয়াম
ক্যালসিয়াম
সোডিয়াম পটাশিয়াম।
1132. বৃহৎ পাওয়ার প্লান্টের জন্য বেশি উপযোগী কোনটি?
ওয়াটার টিউব
ফায়ার টিউব বয়লার
কোনোটিই নয়
ক ত্ত খ
1133. নিচের কোন বয়লারটি স্টিমের চাহিদা অনুযায়ী ওঠানামা করতে সবচেয়ে বেশি উপযোগী?
(ক) লোকোমোটিভ বয়লার
(খ) ল্যাঙ্কাশায়ার বয়লার
(গ) কার্নিশ বয়লার
(ঘ) ব্যাবকক এবং উইলককস বয়লার
1134. কোনটি ফায়ার টিউব বয়লার?
ল্যাংকাশায়ার বয়লার
লোকোমোটিভ বয়লার
কোচরান বয়লার
সবগুলো সঠিক
1135. ফায়ার টিউব বয়লারে ওয়াটার টিউব বয়লার অপেক্ষা স্টিম উৎপাদনের ক্ষমতা কেমন?
বেশি
কম
সমান
সবক'টি
1136. কোর ক্যাভিটির উপর গঠিত গ্যাস পকেটকে কী বলে?
ব্লো-হোল
হটটিয়ার
কোর ব্লো
শিফট
1137. প্রেসারাইজড্ ওয়াটার রিয়্যাক্টরে শীতলক হিসেবে কী ব্যবহার হয়?
ভারী পানি
হালকা পানি
ঠান্ডা পানি
ফুটন্ত পানি
1138. স্টারলিং ওয়াটার টিউব বয়লার আবিষ্কার করা হয় কত সালে?
১৮৮৭ সালে
১৮৭৮ সালে
১৭৮৮ সালে
১৮৭৬ সালে
1139. উচ্চ তাপীয় দক্ষতাবিশিষ্ট নিম্নের কোন স্টিম প্রাইম মুভারে ব্যবহৃত হয়ে থাকে?
সুপারহিটেড স্টিম
ড্রাই স্টিম
ওয়েট স্টিম
সম্পৃক্ত স্টিম
1140. নিম্নোক্ত কোনটি ওয়াটার টিউব বয়লার
ল্যাংকাশায়ার
লোকোমোটিভ
ব্যাবকক অ্যান্ড উইলকক্স।
কোচরান