Image
MCQ
1141. ফিডওয়াটারের মধ্যে দূষিত বস্তু থাকলে বয়লারের নিচের কী অসুবিধা হয়?
স্তর জমা
ক্ষয়
ভঙ্গুরতা
সবক'টি
1143. কোনটি ফায়ার টিউব বয়লার?
ল্যামন্ট বয়লার
বেনসন বয়লার
কোচরান বয়লার
সবগুলো
1144. ঢালাইলোহার ক্ষেত্রে বালির পারমিয়্যাবিলিটি কত হওয়া উচিত?
20-30.cc/min
40-50 cc/min
30-40 cc/min
50-60 cc/min
1146. হিট এক্সচেঞ্জারের অপর নাম কী?
স্টিম জেনারেটর
কন্ডেন্সার
রিয়্যাক্টর
মডারেটর
1150. Which of the following factors is not considered in a ram type injection molding?
Inner pressure of material
Outer pressure of material
Volume of material
Temperature of material
1153. নিচের কোন বয়লারটি ফায়ার টিউব?
ল্যাংকাশায়ার বয়লার
ব্যাবকক (Babcock) অ্যান্ড উইলকক্স বয়লার
স্টারলিং বয়লার
ভেলোকস বয়লার
1154. নিচের কোনটি কুশন অ্যাডিটিভস-এর উপাদান?
কাঠের গুঁড়া
সিলিকা
সী-করলা
গ্রাফাইট
1155. Nitriding process is used to increase surface hardness for which of the following materials?
Alloy steels
Low carbon steels
Medium carbon steels
High carbon steels
1160. ফায়ার টিউব বয়লারে-
পানি উত্তপ্ত টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়
আগুন টিউবের মধ্যে থাকে
পানি ও আগুন উভয়ই টিউবের মধ্যে থাকে
উপরের কোনোটিই সঠিক নয়