MCQ
1821. একটি যুগল (Couple) মোশন (Motion) উৎপন্ন করে-
ট্রান্সলেটরি মোশন
রোটেশনাল মোশন
ট্রান্সলেটরি ও রোটেশনাল মোশন
কোনোটিই নয়
1822. একটি বস্তুর দুইটি ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী দুইটি বলকে কী বলে?
বলের মোমেন্ট
বল বিভাজন
কাপল
লব্ধি
1823. নিচের কোনটি সঠিক?
F = tanθR
F = μR
μ=F/R
সবকটি
1824. স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল অপেক্ষা ঘর্ষণ বল কম হলে বস্তুর অবস্থা সাম্যাবস্থা হবে কি?
হবে
হবে না
1825. চালু তলে পড়ন্ত বস্তুর ত্বরণ-
g sinθ
g cosθ
g tanθ
কোনোটিই নয়
1826. একটি ঢালু তলের কোণ যেখানে বস্তু নিচের দিকে গড়িয়ে পড়তে আরম্ভ করে, ঐ কোণকে বলা হয়-
ঘর্ষণ কোণ
রিপোজ কোণ
প্রজেকশন কোণ
কোনোটিই নয়
1827. কোনো একটি বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলোকে বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল যে উৎপন্ন ঘর্ষণ বল, স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল থেকে বেশি- এক্ষেত্রে কী ঘটাবে?
বস্তুটি চলবে
চলার উপক্রম হবে।
স্থির থাকবে
কোনোটিই নয়
1828. লিভার কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
1829. ঘর্ষণ সহগ কয় প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
1830. জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
1831. একটি বস্তু কোনো চালু তলে তখনই চলতে শুরু করবে, যখন ঢালু কোণ ঘর্ষণ কোণের-
সমান হবে
কম হবে
বেশি হবে
শূন্য হবে
1832. চিত্রে প্রদর্শিত O বিন্দুর সাপেক্ষে P বলের মোমেন্ট-
P X OA
P x OB
P X OC
P X AO
1833. একটি অমসৃণ আনুভূমিক তল অভিমুখে W ওজনের একটি বস্তুকে সরানোর অন্য প্রয়োজনীয় ন্যূনতম বল-
Wsinθ
Wcosθ
Wtanθ
Wcotθ
1834. কোনো বস্তু 3ms^-2 ত্বরণে চলছে, এখানে ঘর্ষণ সহগ কোনটি ব্যবহার হবে?
μ
μs
μk
কোনোটিই নয়
1835. একটি বাঁকা শক্ত দণ্ডের এক প্রান্তে কবজা দ্বারা আটকানো থাকলে তাকে কী বলে?
মোমেন্ট
স্ক্র
লিভার
সবকয়টি
1836. ঘর্ষণ কোণ 20° হলে ঘর্ষণ সহগ 0=60° কত হবে?
0.497
0.364
0.579
0.234
1837. দুটি তলের মাঝে স্থির ঘর্ষণ কোণ 60° হলে ঘর্ষণ গুণাঙ্ক কত?
2.732
1.732
5.2
9.2
1838. মোমেন্ট-এর জন্য কোনটি সঠিক?
বল X দূরত্ব
বল X লম্ব দূরত্ব
টর্ক X দূরত্ব
বল X সরণ
1839. 300 kg ওজনের একটি কাঠের ব্লক 30° কোণে হেলানো তলের উপর দিয়ে 10m টেনে নিয়ে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে, বের কর।
3000kg-m
1500kg-m
700kg-m
2598.08kg-m
1840. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
কোনোটিই নয়