MCQ
1861. কোনটি বলের সমীকরণ?
ভর x ত্বরণ
ভর x সরণ
ভর x বেগ
কোনোটিই নয়
1862. 'প্রয়োগ বিন্দু জানা' কীসের বৈশিষ্ট্য?
কাজ
ক্ষমতা
স্থিতিস্থাপকতা
বল
1863. Joule কী?
কাজের একক
বলের একক
ক্ষমতার একক
শক্তির একক
1864. যখন কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয়, তখন-
গতির পরিবর্তন ঘটায়
বলের সমতা ঘটায়
অভ্যন্তরীণ পীড়ন বৃদ্ধি করে
উপরের সবগুলোই
1865. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদেরকে বলা হয়-
সমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
অসমতলীয় অসমমুখী বল
1866. একাধিক বলের ক্রিয়াফলকে এফ বলে প্রতিস্থাপন করলে যে বল পাওয়া যায়, তাকে কী বলে?
বলের সংযোজন
লব্ধি বল
কাপল
বলের বিভাজন
1867. একটি বস্তুর সাম্যাবস্থার শর্ত হলো -
বলের সকল উল্লদ উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
বলের সকল আনুভূমিক উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য
একটি বিন্দুর সাপেক্ষে সকল বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য
উপরের সবগুলো সঠিক
1868. একটি দড়ির মধ্যখানে চিত্রে প্রদর্শিত একটি ২৫ weight বুঝুলে আছে। দড়ির টেনশান (Tension) ২ 20 N হলে W-এর মান কত?
80N
20N
20√2N
80√2N
1869. লব্ধি (x-x') অক্ষ বরাবর ডান দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x-x' বরাবর ডানে
y-y' বরাবর উপরে
x-x' বরাবর বামে
কোনোটিই নয়
1870. বলের সাম্যাবস্থার নীতি কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1871. সরণ কত হলে কাজ শূন্য হবে?
এক
দুই
শূন্য
তিন
1872. ∑V(+ve) ও ∑H(-ve) হলে লব্ধি বল কোন চতুর্ভাগে অবস্থান করবে?
২য়
৩য়
৪ র্থ
১ম
1873. প্রশ্নের মধ্যে সাম্যাবস্থার কথা বলা থাকলে লব্ধি বল কী করতে হয়?
লব্ধি উল্টাতে হয়
লব্ধি উল্টাতে হয় না
ক ও খ
কোনোটিই নয়
1874. দিক রাশি কোনটি?
ত্বরণ
ভর
কাজ
তাপমাত্রা
1875. P বল X অক্ষের সাথেও কোণে ক্রিয়া করলে আনুভূমিক বল কোনটি হবে?
Prinθ
Pcosθ
Ptanθ
Pcotθ
1876. দুইটি সমান বল যখন ও কোণে ক্রিয়ারত, লব্ধি বল সমান-
2P sin (θ/2)
2P cos(θ/2)
2P tan(θ /2)
2P cot(θ /2)
1877. নিচের কোনটি সঠিক?
মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক গুণফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক ভাগফল শূন্য
মোমেন্টের বীজগাণিতিক বিয়োগফল শূন্য
1878. কোনো বস্তুর উপর ক্রিয়াশীল দু'বা ততোধিক বল ব্যবস্থা হতে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে কী বলে?
বলের সংযোজন
বলের বিভাজন
লব্ধি
কাপল
1879. লব্ধি (y-y') অক্ষ বরাবর নিচের দিকে চললে লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে?
x- x' বরাবর ডানে
y- y' বরাবর উপরে
যে-কোনো দিকে
কোনোটিই নয়
1880. বল Y অক্ষের সাথে θ কোণে ক্রিয়া করলে আনুভূমিক বল কোনটি হবে?
Ptanθ
Pcotθ
Psinθ
Pcosθ