MCQ
1881. যে বিন্দুর মধ্য দিয়ে লব্ধি চাপ ক্রিয়া করে, তাকে ডুবানো তলের ক্ষেত্রে বলে-
সেন্টার অব গ্র্যাভিটি
সেন্টার অব প্রেসার
সেন্টার অব ডেপথ
ডুবানো তলের সেন্টার
1882. এক কেজি বল সমান কত নিউটন?
1.02 নিউটন
8.9 নিউটন
9.81 নিউটন
12 নিউটন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: ওজন (Weight): কোন একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, তাকে তার ওজন বলে। একে W দিয়ে প্রকাশ করা হয়।
W= mg
= 1 kg x 9.81 m/s²
=9.81 N
1883. নিচের কোনটি স্কেলার রাশি?
বেগ (Velocity)
বল (Force)
ভর (Mass)
ভরবেগ (Momentum)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: স্কেলার রাশি ৪.যে-সকল ভৌত রাশিকে কেবলমাত্র মান দ্বারা। সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার বা অদিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, কাজ, তাপমাত্রা ইত্যাদি।
1884. লিনিয়ার মোমেন্টাম নিউটনের কোন সুত্রে উল্লেখ আছে?
প্রথম সূত্রে
দ্বিতীয় সূত্রে
তৃতীয় সূত্রে
কোনোটিই নয়
1885. যখন একটি বস্তু তরলের উপর রাখা হয়, তখন তা ভেসে থাকবে, যদি-
মাধ্যাকর্ষণ বল তরলের ঊর্ধ্বমুখী বলের সমান
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের কম
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের বেশি
কোনোটিই নয়
1886. পানির পৃষ্ঠতলের 4m নিচে চাপ কত?
19.24 kPa
29.24 kPa
39.24 kPa
49.24 kPa
1887. নিচের কোনটি পোলার ভেক্টর নয়?
বল
কৌণিক বেগ
ওজন
কোনোটিই নয়
1888. একটি জাহাজের মেটাসেন্ট্রিক উচ্চতা 0.5m এবং রেডিয়াস অব জাইয়েশন 6m। জাহাজটির রোলিং সময় কত?
4.1 sec
17.01 sec
5.2 sec
14.1 sec
1889. তরলের চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনকে কী বলে?
পৃষ্ঠটান
কৈশিকতা
সংকোচনশীলতা
প্রবাহশীলতা
1890. ইঞ্জিনিয়ারিং বলবিজ্ঞান কত প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীগণ বিভিন্ন ধরনের কাঠামো এবং যন্ত্রপাতির প্ল্যানিং, ডিজাইন এবং নির্মাণকাজে নিয়োজিত থাকে। উক্ত কার্য সুচারুরূপে এবং দক্ষতার সাথে সম্পাদন করতে হলে বলবিদ্যার নীতিসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করা অবশ্য কর্তব্য। সুতরাং, বলবিদ্যার যে শাখায় প্রকৌশল কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বলবিদ্যার নীতি ও সূত্রসমূহ এবং এদের প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করা হয়, তাকে ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা বা ফলিত বলবিদ্যা বলে।
ফলিত বলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা প্রধানত দুটি ভাগে বিভক্ত, যথাঃ
(ক) স্থিতিবিদ্যা (Statics) এবং
(খ) গতিবিদ্যা (Dynamics) |
(i) চলবিদ্যা (Kinetics)
(ii) সৃতিবিদ্যা (Kinematics)
1891. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা--
ভেসেলের গভীরতার সাথে সরাসবি ব্যস্তানুপাতিক
ভেসেলের দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক
তরলের পৃষ্ঠতলের গভীরতার সাথে সমানুপাতিক
তরলের ভর্তি ভেসেলের ক্ষেত্রের সাথে সরাসরি সমানুপাতিক
1892. ডুবানো পৃষ্ঠতলে চাপের তীব্রতা গভীরতা বৃদ্ধির সাথে-
পরিবর্তিত হয় না
বাড়ে
কমে
সমান
1893. তরলে প্রতি একক ভরের আয়তনকে কী বলে?
আপেক্ষিক আয়তন
আপেক্ষিক ওজন
আপেক্ষিক ভর
কোনোটিই নয়
1894. নিউটনের প্রথম সূত্র গতির কোনটি প্রকাশ করে?
ক্ষমতা
কাজ
ইনার্শিয়া
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: নিউটনের প্রথম সূত্র (Newton's First low) 2 বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বন্ধু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে।
1895. অক্ষের সাথে ও কোণবিশিষ্ট কোনো একটি বলকে সর্বোচ্চ কয়টি উপাংশে বিভক্ত করা যায়?
একটি
দুইটি
তিনটি
চারটি
1896. একটি আয়তাকার ট্যাংক 5m লম্বা, 2m চওড়া এবং 2.5m গভীরতা পর্যন্ত পানি আছে। ট্যাংকের তলদেশে চাপের পরিমাণ নির্ণয় কর।
2452N
245250N
50502N
20459N
1897. বল কী রাশি?
ভেক্টর
স্কেলার
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: ভেক্টর রাশি : যে-সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিন উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভৈক্টর বা দিক রাশি বলে। যেমন- সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন ইত্যাদি।
1898. লিমিটিং ফ্রিকশন সূত্রটি কে আবিষ্কার করেন?
Leonardo Da Vinci
Newton
Laplace
কোনোটিই নয়
1899. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা kN/m² (অথবা (kPa)-এ-
ω
ω/h
ωh
h/ω
1900. একটি টিউব-এর ভিতরে অয়েল আছে,s=0.9 যার উচ্চতা 120cm হলে টিউব-এর নিচের প্রান্তের চাপ কত হবে?
2452N
10594.8N/m²
245250N
4525 N