Image
সমাস MCQ
201. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
202. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
গায়েহলুদ
চালকুমড়া
ছয়ানি
ছায়াছবি
203. কোনটি রূপক সমাস নয়?
বাহুলতা
কমলমুখ
বিষাদসিন্ধু
জ্ঞানবৃক্ষ
204. 'শ্বেতবস্ত্র' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
অব্যয়ীভাব সমাস
205. 'প্রাণভয়' কোন সমাস?
৬ষ্ঠী তৎপুরুষ
অলুক দ্বন্দ্ব
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
206. 'স্মৃতিসৌধ' কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
207. 'নীলাকাশ' কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
208. 'সিংহাসন' কোন কর্মধারয় সমাস?
মধ্যপদলোপী
উপমান
উপমিত
রূপক
209. 'জজসাহেব' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
210. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
গুরুদেব
মৌমাছি
মহাজন
কাঁচামিঠে
211. 'নরাধম' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
212. 'ক্ষুধিত পাষাণ' কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
213. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মহতী যে কীর্তি
মহা যে কীর্তি
মহান যে কীর্তি
মহান কীর্তি যার
214. 'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
সন্ধি
প্রত্যয়
উপসর্গ
215. 'নবপৃথিবী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
নব ও পৃথিবী
নব পৃথিবী যার
নব পৃথিবীর ন্যায়
নব যে পৃথিবী
216. কাঁচা-মিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
কাঁচা ও মিঠা
যা কাঁচা তাই মিঠা
কাঁচার মিঠা
কাঁচামিঠা
217. 'হারামণি' কোন সমাস (হারিয়েছে যে মণি)?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
218. 'সিংহাসন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
সমাস
সন্ধি
প্রত্যয়
উপসর্গ
219. 'লঙ্কাবাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
লঙ্কা ও বাটা
যা লঙ্কা তাই বাটা
লঙ্কার বাটা
বাটা যে লঙ্কা
220. 'খাসমহল' (খাস যে মহল) কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
বহুব্রীহি