Image
সমাস MCQ
181. 'ফুলকুমারী' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
ফুল ও কুমারী
ফুল যে কুমারী
ফুল কুমারীর ন্যায়
কুমারীর ফুলের ন্যায়
182. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
তৎপুরুষ
183. কোনটি রূপক কর্মধারয় সমাস?
চাঁদমুখ
ভবনদী
বড়বাবু
বাগানবাড়ি
184. 'জ্যোৎস্নারাত' কোন সমাসের দৃষ্টান্ত?
মধ্যপদলোপী কর্মধারয়
ষষ্ঠী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
উপমান কর্মধারয়
185. কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
যৌবনবন
ক্ষুধানল
জীবনপ্রদীপ
যুবজানি
186. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
ক্রোধানল
তুষারশুভ্র
মনমাঝি
187. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব)
দম্পতি (জায়া ও পতি)
নীলকণ্ঠ (নীলকণ্ঠ যার)
একাদশ (একের অধিক দশ)
188. 'বক ধার্মিক' কোন সমাসের উদাহরণ?
মধ্যপদলোপী কর্মধারয়
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
189. 'চাঁদের ন্যায় মুখ' = চাঁদমুখ' কোন প্রকারের কর্মধারয় সমাস?
উপমিত
মধ্যপদলোপী
উপমান
রূপক
190. মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত-
ঘর থেকে ছাড়া- ঘরছাড়া
অরুণের মতো রাঙা- অরুণরাঙা
হাসি মাখা মুখ- হাসিমুখ
ক্ষণকাল ব্যাপী স্থায়ী- ক্ষণস্থায়ী
191. 'সিংহপুরুষ' কোন সমাস?
উপমান কর্মধারয়
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
অব্যয়ীভাব
192. 'চাঁদমুখ' কোন সমাস?
অব্যয়ীভাব
রূপক
উপমিত
উপমান
193. 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো-
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদ মুখ যার
চাঁদ রূপ মুখ
194. 'গোবর গণেশ' কোন পরিচালক
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব
দ্বিগু
195. 'পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ' এটি যে সমাসের উদাহরণ তার নাম হচ্ছে-
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
196. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
মোহনিদ্রা
শোকানল
মোমবাতি
দিলদরিয়া
197. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
অরুণরাঙা
ঘরছাড়া
হাসিমুখ
ক্ষণস্থায়ী
198. 'সংবাদপত্র' কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয়
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব
বহুব্রীহি
199. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
উপমিত
উপমান
উপমেয়
রূপক
200. 'কচুকাটা'র সঠিক ব্যাসবাক্য-
কচুর মতো কাটা
কচুকে কাটা
কচু ও কাটা
কচুকাটা