Image
সমাস MCQ
121. 'তেলেভাজা' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
122. কোনটি উপমিত কর্মধারয় সমাস?
নরসিংহ
কাজল-কালো
নদীমাতৃক
যাচ্ছেতাই
123. 'মেঘশূন্য' (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
124. 'ক্রোধানল' শব্দটি কোন সমাস?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
125. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
গমনাগমন (গমন ও আগমন)
নদীমাতৃক (নদী মাতা যার)
বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
126. রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
চন্দ্রমুখ
অরুণরাঙা
ক্রোধানল
বর্ণচোরা
127. 'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
128. কোনটি রূপক কর্মধারয় সমাস?
গীতিনাট্য
বৌভাত
মনমাঝি
ভারপ্রাপ্ত
129. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
নয়-ছয়
খাসজমি
কনকচাঁপা
ত্রিফলা
130. নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
সাজসজ্জা
লেনদেন
ছাইভস্ম
গোলাগুলি
131. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
132. তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
নাই সীমা যার অসীম
তেল দিয়ে ভাজা= তেলেভাজা
ঘর ও বাড়ি ঘরবাড়ি
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র
133. 'চরণকমল' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
দ্বিগু সমাস
134. 'বইপড়া' (বইকে পড়া) কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
135. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
মুখচন্দ্র
কাঁচামিঠা
চন্দ্রমুখ
মনমাঝি
136. 'মুজিববর্ষ' কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
137. 'নবান্ন' এর সন্ধি বিচ্ছেদ করুন:
নবা+অন্ন
নব+অন্ন
নবীন+অন্ন
নবঃ+অন্ন
138. সমাসবদ্ধ পদ কোনটি?
আকাশ
ছাড়পত্র
মৃত্তিকা
সাগর
139. সাহেব, বিবি ও গোলাম কি সমাস?
অলুক দ্বন্দ্ব
মিলনার্থক দ্বন্দ্ব
বিরোধার্থক দ্বন্দ্ব
বহুপদী দ্বন্দ্ব
140. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ