Image
MCQ
981. ভিজা ক্ষেত্রফল ও ভিজা পরিসীমার অনুপাতকে ম্যানিং এর সূত্রে প্রকাশ করে-
C দ্বারা
M দ্বারা
P দ্বারা
R দ্বারা
982. নিম্নের কোনটি কৃত্রিম নালা-
খাল
নদী
নর্দমা
সব কয়টি
983. A one dimensional flow is one which--
Is uniform flow
Is steady uniform flow
Takes place in straight lines
Involves zero transverse
984. ওপেন চ্যানেলের প্রান্ডচ্ছেদ হতে পারে-
একই রকম
দুই রকম
বিভিন্ন রকম
সব কয়টি
985. যেখানে হাইড্রোলিক জাম্প ঘটে সেখানে বেশ পরিমাণ নষ্ট হয়--
উচ্চতা
চাপ
শক্তি
বেগ
986. কারেন্টমিটারে শক্তি সরবরাহের জন্য ব্যবহৃত হয়-
ব্যাটারি
সেল
জেনারেটর
ডায়ানামো
987. The ratio of the inertia force to the called Euler's number is--
Pressure force
Elastic force
Surface tension force
Viscous force
988. বেজিনের সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
Ac√mi
Ac√m/i
Ac√m
Ac√m/c
989. নিম্নের কোনটি প্রাকৃতিক নালা-
ড্রেন
খাল
নর্দমা
সুয়েজখাল
990. নিচের কোন সামগ্রীটি পেইন্টের দ্রাবক?
লিথোপেন
আম্বর
তারপিন তেল
লেড অ্যাসিটেট
991. ট্রাপিজিয়াম চ্যানেল মাটিকে নিরাপদ রাখতে সহায়তা করে-
বড় বলে
মসৃণ বলে
ঢালু বলে
সব কয়টি
992. কোন চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহমান তরলের কোন বিন্দুর প্রবাহ বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-
ভোল্টমিটার
ম্যানোমিটার
কারেন্টমিটার
সব কয়টি
993. cohesion between molecules of a fluid is greater than adhesion between fluid and glass, then the free level of fluid in a dipped glass tube will be--
Higher than the surface of liquid
The same as the surface of liquid
Lower than the surface of liquid
Unpredictable
994. নির্গমন হচ্ছে গতিবেগ ও ক্ষেত্রফলের-
সমানুপাতিক
আনুপাতিক
ব্যাঙনুপাতিক
সব কয়টি
995. Paint- এর thinner হিসেবে সাধারণত ব্যবহৃত হয়-
পানি
টার
তারপিন
অ্যালকোহল
997. ভিজা ক্ষেত্রফল ও ভিজা পরিসীমার অনুপাতকে বলা হয়--
গড় গভীরতা
উচ্চতা
গভীরতা
দৈর্ঘ্য
998. According to Manning's formula, the discharge through an open channel is (where M = Manning's constant)--
A x M x m 1/2 × i2/3
A x M x m 2/3 × il/2
A I/2 x M 2/3 x m x i
A 2/3 x M I/3 x m x i
999. নিচের কোনটি পেইন্টের রঞ্জক উপাদান?
বাদাম তেল
তারপিন
লিখোপেন
ল্যাম্প ক্লাক
1000. Ordinary portland cement এর Initial setting time কত?
৫ মিনিট
৩০ মিনিট
১০ মিনিট
৫ ঘন্টা