Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
301. মূল স্টেশনের নিকটস্থ সুবিধামতো যে স্টেশনে যন্ত্র বসিয়ে পাঠ নেয়া হয়, তার নাম-
ত্রিভুজায়ন স্টেশন
উপ-স্টেশন
স্টাফ স্টেশন
কোনোটিই নয়
302. প্রতিসরণজনিত শুদ্ধি, বক্রতার শুদ্ধির কত অংশ? - [PW D-2000]
১/৬অংশ
১/৭অংশ
১/৫অংশ
১/৮অংশ
303. স্টেডিয়া জরিপের মূলসূত্র-
D= S.f/i + (f+d)
D = L cose
D= L cos + R sine
D= S.f/i-cos20 + (f + d) cose
304. বাঁক সংস্থাপনকালে বাঁকের উপর খুঁটির ব্যবধান ব্যাসার্ধের কত অংশের বেশি হওয়া উচিত নয়?
1/10অংশ
1/20অংশ
1/30অংশ
1/40অংশ
305. ছেদ বিন্দুর চেইনেজ থেকে R tanq/2 এর সমমানের দূরত্ব বিয়োগ করলে চেইনেজ পাওয়া যায়-
প্রথম স্পর্শক বিন্দু
বাঁকের শীর্ষবিন্দু
দ্বিতীয় স্পর্শক বিন্দু
দীর্ঘ জ্যা-এর মধ্যবিন্দু
306. জরিপকারকের দাপ্তরিক কাজ-
মানচিত্র অঙ্কনমালা
পরিমাপ লিখন
জরিপকার্য পরিচালনা
যন্ত্রপাতির তত্ত্বাবধান
307. বাংলাদেশের জিটিএস বেঞ্চমার্কগুলো স্থাপিত হয়-
পিডিবি কর্তৃক
পিডব্লিউডি কর্তৃক
ভূমি সেটেলমেন্ট অধিদপ্তর কর্তৃক
বাংলাদেশ জরিপ সংস্থা কর্তৃক
308. যে-সব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না, তাদেরকে বলা হয়-
বদ্ধ ঘের
খোলা ঘের
উপ-ঘের
প্রধান ঘের
309. কোনটি বিনিময়ক্রম লেভেলিং-এর উদ্দেশ্য?
এলিভেশনের প্রকৃত পার্থক্য নির্ণয়
বক্রতা ও প্রতিসরণ ভ্রান্তি মুক্ত করা
কলিমেশন ভ্রান্তি দূর করা
দুই বিন্দুর মাঝামাঝি যন্ত্র স্থাপনার অসুবিধা দূর করা নোট: উপরের সবগুলো]
310. জরিপের প্রধান উদ্দেশ্য-
ক্ষেত্রফল হিসাব করা
মানচিত্র অঙ্কন করা
ভূমির পরিমাপ গ্রহণ
যন্ত্রপাতির যত্ন নেওয়া
311. কিস্তোয়ার জরিপে ব্যবহৃত স্কেল-
1:100 হতে 200
1:200 হতে 500
1:500 হতে 5000
1:5000 হতে 10,000
312. কোন পদ্ধতিতে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয় করতে স্টাফ ম্যান দরকার?
নৌকা থেকে দুই কোণ মেপে
স্টেডিয়া
তীর থেকে দুই কোণ মেপে
রেঞ্জ লাইন থেকে এক কোণ মেপে
313. সড়কের ক্ষেত্রে সুপার এলিভেশন-
V²/gR
GV²/gR
bV²/gR
V³/gR
314. লঘুকৃত সাউন্ডিং বলতে বুঝায়-
নির্দিষ্ট উপাত্ততল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা
সর্বোচ্চ পানির তল থেকে গভীরতা
সর্বনিম্ন পানির তল থেকে গভীরতা
কোনোটিই নয়
315. আমাদের দেশে বহুল প্রচলিত বাস্তুসংস্থান পদ্ধতি-
কেন্দ্র রেখা
ব্যাটার বোর্ড
আয়তাকার স্থানকে
থিওডোলাইট
316. থিওডোলাইটের লেন্সের ভিতর দিয়ে সাদা আলোর বিচ্ছুরণকে বলে-
পেরালাক্স
ফ্লাক্স
বর্ণ-প্রেরণ
গোলকীয় প্রেরণ
317. কোনটি যান্ত্রিক ত্রুটি?
লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয়ন
যন্ত্রের ত্রুটিপূর্ণ অস্থায়ী সমন্বয়ন
ভূপৃষ্ঠের বক্রতাজনিত ত্রুটি
পেরালাক্স অবস্থায় পাঠ গ্রহণ
318. কোনো বিন্দুর আপেক্ষিক অবস্থান জানার জন্য করা হয়-
কম্পাস জরিপ
সমতলিক জরিপ
জ্যোতিষীয় জরিপ
প্রত্নতাত্ত্বিক জরিপ
319. ত্রিভুজের কোণ 30°-120° হলে তা-
সুঠাম ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
320. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ