সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
321. যখন উভয় স্টেশন পরিদৃশ্য হয়, তখন শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
322. The difference is length between the arc and the subtended chord on the surface of the earth for a distance of 18.2km is only-
10cm
30cm
50cm
100cm
323. Plane Table Survey-এর জন্য কমপক্ষে কতগুলো station আবশ্যক?- [R & H-2001]
একটি
দুইটি
তিনটি
চারটি
324. জরিপ কাজে কোনো একটি স্টেশন লেভেল যন্ত্র দ্বারা নেয়া পাঠের কয়েকটি উদ্ধৃত হলো। কোনটি সবচেয়ে উঁচু স্থানে নির্দেশ করে?- [PWD-04]
২.২৫
৩.৬৫
৩. ৭৫
৩.৮৫
325. কোন পদ্ধতির জরিপকার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?- [R&H-06]
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইট জরিপ
326. Datum Line-এর উপর অথবা নিচের Vertical Distance- কে বলা হয়- [MODMR-04]
Vertical line
Reduced level of the point
Height of the instrument
Level line
327. কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশায় জমির প্লটগুলো চিহ্নিত করা হয়?
মোরব্বা রেখা
সিকমি রেখা
পরতাল রেখা
শটান রেখা
328. Benchmark হচ্ছে- [R&H-01]
একটি নির্দিষ্ট point, যার elevation এবং অবস্থান জানা আছে
একটি নির্দিষ্ট point, যার অবস্থান জানা আছে
একটি নির্দিষ্ট point, যার elevation নির্ণয় করতে হবে
Levelling survey-এর প্রথম station
329. কোনো বস্তুর মধ্যাহ্নের পূর্বের ও পরের ছায়ায় উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডক রেখাকে বলে-
ধার্যকৃত মধ্যরেখা
প্রকৃত মধ্যরেখা
চুম্বকীয় মধ্যরেখা
কৌণিক রেখা
330. ঢালু ভূমিতে শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
331. Theodolite দিয়ে মাপা যায়- [R&H-03]
শুধুমাত্র horizontal angle
শুধুমাত্র vertical angle
Horizontal এবং Vertical angle
উপরের কোনোটিই নয়
332. ঘের জরিপের রেখার দৈর্ঘ্য, l =? - [R&H-03]
l=√(L2+ D2)
I = L secθ
I = D cosecθ
সব কয়টি
333. থিওডোলাইট জরিপে দুরবিনে বিস্তৃত প্রতিবিম্ব সৃষ্টির কারণ-
গোলকীয় প্রেরণ
পেরালাক্স
আলোর স্বল্পতা
বর্ণ-প্রেরণ
334. পর পর দুটি 'contour'-এর খাড়া (vertical) দূরত্বকে বলে- [PWD-2000]
vertical equivalent
horizontal equivalent
contour interval
contour gradient
335. The book in which chain measurements are entered is called-[HED-19]
Field book
Record book
Study book
Chain book
336. গান্টার্স চেইন যথোপযুক্তভাবে ব্যবহার করা যায় এই সার্ভেতে- [R & H-01]
Topographical Survey
Reconnaissance Survey
Cadastral Survey
Boundary Survey
337. Whole circle bearing system-এ S 25° 15′ E-এর মান হবে- [R&H-03, PWD-04]
115° 15′
154° 45′
205° 15′
334° 45′
338. Tachometer-এর constant) হলো- গুণক ধ্রুব (Multiplying [PWD-2000]
f/i
i/f
f/d
f+d
339. Theodolite-এর line of collimation হচ্ছে- [R&H-01]
Objective-এর optical centre এবং eyepiece-এর centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং objective-এর optical centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং eyepiece-এর মধ্যবিন্দু দিয়ে গমনকারী line
উল্লিখিত কোনোটিই নয়
340. ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
প্লানিমিটার