Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
321. Theodolite দিয়ে মাপা যায়- [R&H-03]
শুধুমাত্র horizontal angle
শুধুমাত্র vertical angle
Horizontal এবং Vertical angle
উপরের কোনোটিই নয়
322. Tachometer-এর constant) হলো- গুণক ধ্রুব (Multiplying [PWD-2000]
f/i
i/f
f/d
f+d
323. থিওডোলাইট জরিপে দুরবিনে বিস্তৃত প্রতিবিম্ব সৃষ্টির কারণ-
গোলকীয় প্রেরণ
পেরালাক্স
আলোর স্বল্পতা
বর্ণ-প্রেরণ
324. The book in which chain measurements are entered is called-[HED-19]
Field book
Record book
Study book
Chain book
325. পর পর দুটি 'contour'-এর খাড়া (vertical) দূরত্বকে বলে- [PWD-2000]
vertical equivalent
horizontal equivalent
contour interval
contour gradient
326. কোনো বস্তুর মধ্যাহ্নের পূর্বের ও পরের ছায়ায় উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডক রেখাকে বলে-
ধার্যকৃত মধ্যরেখা
প্রকৃত মধ্যরেখা
চুম্বকীয় মধ্যরেখা
কৌণিক রেখা
327. যখন উভয় স্টেশন পরিদৃশ্য হয়, তখন শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
328. ঢালু ভূমিতে শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনোটিই নয়
329. The optical square is used to measure angles by-[MOD-20]
refraction
reflection
double refraction
double reflection
330. Benchmark হচ্ছে- [R&H-01]
একটি নির্দিষ্ট point, যার elevation এবং অবস্থান জানা আছে
একটি নির্দিষ্ট point, যার অবস্থান জানা আছে
একটি নির্দিষ্ট point, যার elevation নির্ণয় করতে হবে
Levelling survey-এর প্রথম station
331. The method of surveying in which field work and plotting work are done simultaneously is called- [MOD-20]
compass surveying
levelling
plane table
chain surveying
332. কোন পদ্ধতির জরিপকার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?- [R&H-06]
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইট জরিপ
333. ঘের জরিপের রেখার দৈর্ঘ্য, l =? - [R&H-03]
l=√(L2+ D2)
I = L secθ
I = D cosecθ
সব কয়টি
334. Plane Table Survey-এর জন্য কমপক্ষে কতগুলো station আবশ্যক?- [R & H-2001]
একটি
দুইটি
তিনটি
চারটি
335. Theodolite-এর line of collimation হচ্ছে- [R&H-01]
Objective-এর optical centre এবং eyepiece-এর centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং objective-এর optical centre দিয়ে গমনকারী line
Diaphragm-এর cross hairs-এর ছেদবিন্দু এবং eyepiece-এর মধ্যবিন্দু দিয়ে গমনকারী line
উল্লিখিত কোনোটিই নয়
336. জরিপ কাজে কোনো একটি স্টেশন লেভেল যন্ত্র দ্বারা নেয়া পাঠের কয়েকটি উদ্ধৃত হলো। কোনটি সবচেয়ে উঁচু স্থানে নির্দেশ করে?- [PWD-04]
২.২৫
৩.৬৫
৩. ৭৫
৩.৮৫
337. Whole circle bearing system-এ S 25° 15′ E-এর মান হবে- [R&H-03, PWD-04]
115° 15′
154° 45′
205° 15′
334° 45′
338. The difference is length between the arc and the subtended chord on the surface of the earth for a distance of 18.2km is only-
10cm
30cm
50cm
100cm
339. Datum Line-এর উপর অথবা নিচের Vertical Distance- কে বলা হয়- [MODMR-04]
Vertical line
Reduced level of the point
Height of the instrument
Level line
340. গান্টার্স চেইন যথোপযুক্তভাবে ব্যবহার করা যায় এই সার্ভেতে- [R & H-01]
Topographical Survey
Reconnaissance Survey
Cadastral Survey
Boundary Survey