Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
61. কোন জরিপ সমান্তরাল ও সমানুপাতিক নীতির ওপর প্রতিষ্ঠিত-
সমতালিক জরিপ
প্লেন টেবিল জরিপ
কম্পাস জরিপ
প্রকৌশল জরিপ
62. জরিপের প্রধান উদ্দেশ্য-
ক্ষেত্রফল হিসাব করা
মানচিত্র অঙ্কন করা
ভূমির পরিমাপ গ্রহণ
যন্ত্রপাতির যন্ত্র নেওয়া
63. শিকল জরিপ কি ধরনের এলাকার জন্য উপযোগী?
বন্ধুর
সমতল
পাহাড়িয়া
ঘনবসতি
64. কেরিয়ার ওয়েভ জেনারেশনের জন্য ব্যবহৃত হয়-
থিওডোলাইট
রিফ্লেকটর
পাওয়ার ইউনিট
EDM ইউনিট
65. পানি সরবরাহ ও পয়ঃ প্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়-
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূ-তাত্ত্বিক জরিপ
66. ভিত্তি রেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ইনভার টেপ
মিটার শিকল
নাইলন টেপ
স্টিল ব্যান্ড শিকল
67. বৃহ' পরিসরে উপযোগী-
সমতলিক জরিপ
কম্পাস জরিপ
ভূ-মন্ডলীয় জরিপ
প্লেন টেবিল জরিপ
69. ত্রিভুজের কোণ 30° -120° হলে তা-
সুঠাম ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
70. আদর্শ ত্রিভুজ-
সমবাহু ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ
অসুঠাম ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
72. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
73. জরিপকরের দাপ্তরিক কাজ-
মানচিত্র অঙ্কন
পরিমাপ লিখন
জরিপকার্য পরিচালনা
যন্ত্রপাতির তত্ত্বাবধান
74. কোন বিন্দুর আপেক্ষিক অবস্থান জানার জন্য করা হয়-
কম্পাস জরিপ
সমতলিক জরিপ
জ্যোতিষীয় জরিপ
প্রস্তুকাত্ত্বক জরিপ
75. কোন বিন্দুর পরম অবস্থান জানার জন্য করা হয়-
সমতলিক জরিপ
ভূ-মন্ডলীয় জরিপ
থিওডোলাইট জরিপ
ভূম- সংস্থানিক জরিপ
77. আমেরিকান জরিপকরদের মতে সমতলমিতি জরিপে সর্বোচ্চ পরিসর-
130 km²
260 km²
150 km
320 km²
78. ভিত্তিরেখার দুই প্রান্তের স্টেশনগুলোর নাম-
প্রধান স্টেশন
সহযোগী স্টেশন
অপ্রধান স্টেশন
গ্রন্থি স্টেশন
80. স্টেশন চিহ্নিত করণে ব্যবহৃত হয়-
তারকাটা
ক্রস স্টাফ
বক্সক্সেট্যন্ট
রেঞ্জিং পোল