Image
Questions
23. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০০ ও ২.২৫। সমান অনুপাতে এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত?
২.৩৭
৪.৭৫
৪.৫০
২.৬৫
26. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে?
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
27. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে?
পজিশন হেড
হাইড্রোলিক হেড
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
28. যদি A এবং B স্থানের staff reading যথাক্রমে 5.70 ft এবং 6.85 ft হয় এবং A স্থানের R.L = 1001 হয়, তাহলে B স্থানের R.L. কত হবে?
98.85ft
102.5ft
105.6ft
101.15ft
30. বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?
নদী খনন
ড্যাম নির্মাণ
দুই পাড়ে বাঁধ নির্মাণ
নদীশাসন
32. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?
T-Beam
Continuous beam
Rectangular বিম
কোনোটিই নয়
35. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
Bottom of the beam section
Top of the beam section
Top & Bottom of the beam section
Middle of the beam section
36. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
Wooden Sleeper
Cast iron Sleeper
Concrete Sleeper
Steel Sleeper
37. Beam-এর Inflection point-এ বেন্ডিং মোমেন্ট কত?
সর্বনিম্ন
শূন্য
কোনোটিই নয়
সর্বোচ্চ
39. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ব্লিচিং পাউডার
ফিটকিরি
40. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials