Image
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
1. হাইড্রোলিক র‍্যাম কী কাজে ব্যবহৃত হয়?
পানির হেড বৃদ্ধি করতে
হাইড্রোলিক অয়েলের চাপ বৃদ্ধি করতে
তরল পদার্থের প্রবাহের গতি কমাতে
তরল পদার্থের প্রবাহের গতি বৃদ্ধি করতে
4. একটি খাড়া দেয়ালের এক ধরনের তরলের চাপে একটি পার্শ্ব সংযুক্ত আছে। যদি আপেক্ষিক চাপ w এবং তরলের উচ্চতা H হয় তবে প্রতি একক দৈর্ঘ্যের মোট চাপ-
WH
wH^2/2
wH/2
wH^3/3
5. কোনো বস্তুর ভর বাতাসে ৫ কেজি ও পানিতে নিমজ্জিত অবস্থায় ৪ কেজি হলে, বস্তুটির আপেক্ষিক গুরুত্ব-
২.৫
১.২৫
৩. ৭ ৫
6. একটি Compact unit-এর মাধ্যমে উচ্চ চাপে বাতাস সরবরাহের ক্ষেত্রে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা উচিত?
একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসর,
একটি সেন্ট্রিফিউগ্যাল কম্প্রেসর
একটি এক্সিয়াল ফ্রেণ ফ্যান
একটি ব্লোয়ার
11. গ্যাসের ভিসকোসিটি—
তাপমাত্রা কমালে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
পমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌঁছানোর পর স্থির হয়ে যায়।
12. ডেড ওয়েট টেস্টার ব্যবহৃত হয় কোথায়?
ওজন পরিমাপে
চাপ পরিমাপে
চাপ পরিমাপক (Gauge) calibration
উপরের কোনোটিই সঠিক নয়।
15. চাপ কমালে--
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
স্ফুটনাঙ্ক হ্রাস পায়
স্ফুটনাঙ্ক অপরিবর্তিত থাকে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি বা হ্রাস পেতে পারে
17. তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা কত?
অনেক বেশি,
শূন্য
১-১০ কেজি/মি.
৫০-১০০ কেজি/মি
18. ডিসকোসিটি-বিহীন তরল হলো--
আইডিয়াল ফ্লুয়িড
নন-নিউটনিয়ান ফ্লুয়িড
রিয়াল তরল
নিউটনিয়ান ফ্লুয়িড
19. একটি আদর্শ ফ্লুইড হচ্ছে- সান্দ্রতা
যা নিউটনের সান্দ্রতার সূত্র মেনে চলে
জলবাহিত প্রবাহ এর জন্য একটি প্রয়োজনীয় ধরন
ঘর্ষণহীন এবং অসংকোচনশীল
উপরের কোনোটিই সঠিক নয়।