MCQ
181. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
কারক
প্রত্যয়
অনুসর্গ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি ইত্যাদি।
182. . 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এককথায় প্রকাশ : বেঁচে থাকার ইচ্ছা—জিজীবিষা। জয়ের ইচ্ছা—জিগীষা। হনন
(হত্যা) করার ইচ্ছা-জিঘাংসা ।
183. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। যেমন- জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত-এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। এসব শব্দকে দেশি বলা হয়। যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন- গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
184. . কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সংস্কৃত বিশেষণ পদ প্র+ উজ্জ্বল প্রোজ্জ্বল অর্থ বিশেষভাবে উজ্জ্বল।
185. . 'Cowards die many times before their death' spoke by-
Abraham Lincoln
W. Shakespeare
J. Keats
Franklyn
186. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।
187. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্যপাঠ নয় এমন। অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন, অপ্রয়োজনীয়, অকারণ। সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ, ঐচ্ছিক-এর বিপরীত শব্দ আবশ্যিক। কুটিল-সরল, কম-বেশি, কদাচার-সদাচার হলো বিপরীত শব্দ।
188. 'অভিরাম' শব্দের অর্থ কী?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সংস্কৃত উপসর্গ যোগে গঠিত শব্দ 'অভিরাম' অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। বিরামহীন অর্থ বিশ্রাম নেই এমন, বিরতিহীন। বালিশ অর্থ উপাধান। চলন অর্থ গমন, ভ্রমণ, সঞ্চালন, স্পন্দন, আচার-ব্যবহার, প্রচলন, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ।
189. 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ + ঈন
সর্ব + অঙ্গীন
সর্ব + ঙ্গীন
সর্বাঙ্গ + ঈন
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঈন্ প্রত্যয়যোগে গঠিত শব্দ – সর্বাঙ্গ + ঈন্ন্ = সর্বাঙ্গীণ, কুল + ঈন্ = কুলীন, সমকাল + ঈন্ = সমকালীন, সর্বজন + ঈন্ = সর্বজনীন।
190. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শূন্য বিভক্তি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য শব্দের সাথে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। বিভক্তি সাত প্রকার : প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী । দ্বারা, দিয়া, কর্তৃক তৃতীয়া বিভক্তি। ০ (শূন্য) অ, এ, তে প্রথমা বিভক্তি। কে, রে দ্বিতীয়া বিভক্তি।
191. 'Attested'-এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: [Note: বাংলা একাডেমি English-Bangla Dictionary ও আধুনিক বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যয়িত। অন্যদিকে বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested-এর বাংলা পরিভাষা সত্যায়িত ও Certified-এর পরিভাষা প্রত্যয়িত। এছাড়া ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested-এর বাংলা পরিভাষা প্রত্যয়িত।।
192. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এককথায় প্রকাশ: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে প্রোষিতভর্তৃকা। যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী—চিরন্ট। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য। ভর্ৎসনাপ্রাপ্ত যে নারী-ভর্ৎসতা।
193. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: √খেল্ + অনা = খেলনা বাংলা কৃৎ প্রত্যয় 'অনা' যোগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: দুল্ + অনা = দুলনা > দোলনা, √দে + অনা = দেনা, √পা + অনা = পাওনা, কাঁদ + অনা = কান্না। সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ : √কৃ + অক = কারক, লিথ্ + ত = লিখিত, বিদ্ + অন + আ = বেদনা।
194. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র জীবিত বংশধর; বাবা মার একমাত্র সন্তান; একমাত্র বংশধর।