MCQ
19081. MSL-এর RL কত? [MOCA-19]
১০০.০০
৫০.০০
০
কোনোটিই নয়
ব্যাখ্যা: MSL বা Mean sea level-কে datum ধরে অর্থাৎ উচ্চতা ০ ধরে ভূপৃষ্ঠের অন্যান্য স্থানের RL হিসাব করা হয়। MSL-এর উপরের স্থানের RL positive এবং নিচের স্থানের RL negative.
19082. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
103.5m
104.9m
96.5m
98.6m
ব্যাখ্যা: RL of B = RL of A + Staff 'A' - Staff 'B" 100+3.5-4.90-98.6m
19083. বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি কয়টি?- [BBA-19]
২টি
৪টি
৬টি
৮টি
ব্যাখ্যা: বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি ২টি-
১। উল্লম্ব (Vertical) ২। তির্যক (Oblique)
- কম তির্যক বেশি তির্যক।
19084. চান্দা কী ধরনের স্টেশন?
স্থায়ী
অস্থায়ী
পাকা
ত্রিসীমানা
19085. Optical Square নিচের কোন Angle Measure-এর জন্য ব্যবহার হয়?- [HED-19]
Refraction
Reflection
Double refraction
Double reflection
19086. ঘের ডানাবর্তে অগ্রসরমান হলে (P + a ± 180) প্রতিটি স্টেশন মাপা হয়-
অন্তঃস্থ কোণ
বহিঃস্থ কোণ
সরল কোণ
বিয়ারিং
ব্যাখ্যা: কোনো ঘেরের অন্য সকল রেখার বিয়ারিং বের করার সময় যে রেখার বিয়ারিং দেওয়া থাকে তার সাথে পরবর্তী স্টেশনের অন্তঃস্থ কোণ বা বহিঃস্থ কোণ যোগ বা বিয়োগ করে প্রাপ্ত মান 180- এর কম হলে 180 যোগ করে অথবা 180-এর বেশি হলে 180 বিয়োগ করে পরবর্তী রেখার বিয়ারিং বের করতে হয়। বামাবর্তে অন্তঃস্থ কোণ = P + a ±180°
বামাবর্তে বহিঃস্থ কোণ = P-a±180°
ডানাবর্তে অন্তঃস্থ কোণ = P-a±180°
ডানাবর্তে বহিঃস্থ কোণ = P + a±180°
19087. যে নির্দিষ্ট উপাত্ত তল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা নির্ণয় করা হয়, তার নাম-
RL
DS
SL
DL
19088. সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের সময় কোণ মাপতে ব্যবহৃত হয়- [BBA-19]
সেক্সট্যান্ট
কম্পাস
থিওডোলাইট
ফ্যাদোমিটার
ব্যাখ্যা: পানি সমতল হতে যে-কোনো স্থানের সাউন্ডিং বিন্দুর কোণ নির্ণয় সেক্সট্যান্ট দ্বারা করা যায়। এর সাহায্য
টেলিস্কোপের মাধ্যমে একটি আনুভূমিক রেখা স্থির রেখে অন্য একটি রেখা দর্পণের মাধ্যমে আনুভূমিক
রেখার সাথে 0°-120° পর্যন্ত কোণ নির্ণয় করতে পারে।
19089. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.995m ও-3.04m। কক্ষের উচ্চতা কত?[MOEF-19]
3.985m
2.095m
3.04m
3.513m
ব্যাখ্যা: কক্ষের উচ্চতা= মেঝের স্টাফ পাঠ ছাদের তলার স্টাফ পাঠ
0.995-(-3.04)
0.995 +3.04
.: কক্ষের উচ্চতা = 4.035m
19090. কোন Survey method-এ Field observation এবং Plotting একই সাথে করা হয়? - [MOEF-19]
Plane Table Survey
Chain Survey
Tacheometry Survey
Compass Survey
19091. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
103.5m
104.9m
96.5m
98.6m
ব্যাখ্যা: ব্যাখ্যা: RL of B = RL of A + Staff 'A' - Staff 'B" 100+3.5-4.90-98.6m
19092. কার্ড অব Deviation কয়টি বৃত্তচাপের সমন্বয়ে গঠিত?- [BBA-19]
৫টি
২টি
৩টি
৪টি
19093. বেঞ্চমার্ক প্রধানত কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকারস
৬ প্রকার
ব্যাখ্যা: বেঞ্চ মার্ক চার প্রকার, যথা-
(i) জিটিএস (ii) স্থায়ী বেঞ্চমার্ক
(iii) অস্থায়ী (iv) ধার্যকৃত বেঞ্চমার্ক।
19094. একটি চেইন সার্ভে কাজে কোনো এলাকাকে নিম্নোক্ত কোন ধরনের ক্ষেত্রে ভাগ করা হয়?- [DM-19]
Rectangles
Squares
Triangles
Parallelograms
ব্যাখ্যা: শিকল জরিপে কোনো নির্দিষ্ট এলাকাকে কতগুলো ত্রিভুজে বিভক্ত করে সরজমিনে সরাসরি
ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা টেপের সাহায্যে নেয়া হয়। এতে কোণের মাপ গ্রহণ করা হয়
না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকায় নকশা অঙ্কনে অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করা সহজ।
19095. নিচের কোনটি ছোট স্কেল?
1:1250
1:2500
1:10,000
1:25000
19096. কোন জরিপ সমান্তরাল ও সমানুপাতিক নীতির ওপর প্রতিষ্ঠিত?
সমতলিক জরিপ
কম্পাস জরিপ
প্লেন টেবিল জরিপ
প্রকৌশল জরিপ
19097. কোন দপ্তরের দেয় BM reference হিসাবে ব্যবহার করা হয়?[MOCA-19]
Geological Survey of Bangladesh
PWD
R& H
Zilla parishad
ব্যাখ্যা:
আমরা জানি, বেঞ্চমার্ক চার প্রকার। Survey of Bangladesh (SOB) উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে GTS Benchmark স্থাপন করে। বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ GTS বেঞ্চমার্কের মধ্যে পরিচিত উচ্চতায় স্থায়ী বেঞ্চমার্ক স্থাপন করে। সেক্ষেত্রে বেঞ্চমার্ক নির্দিষ্ট করা না থাকায় ক ও খ উভয়ই উত্তর হবে।
19098. কোনটি বড় স্কেল?
1:1250
1:2500
1:50,000
1:25000
19099. কোন জরিপে একই সাথে মাঠের কাজ ও নকশায়ন সম্পন্ন হয়? [DM-19]
কম্পাস জরিপ প্লেন
শিকল জরিপ
টেবিল জরিপ
থিওডোলাইট
ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপে মাঠের কাজ এবং নকশা এক সাথে করা হয়।
19100. কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয়, তাকে বলে-
জিটিএস
স্থায়ী
ধার্যকৃত
অস্থায়ী