MCQ
19141. রেলপথে ব্যবহৃত হয়- [BBA-19]
স্পাইরাল বাঁক
যৌগিক বাঁক
লেমনিস্কেট অব বার্নোলি বাঁক
ত্রিমাত্রিক অধিবৃত্ত বাঁক
ব্যাখ্যা:
19142. Concrete placing এবং compaction-এর সময় পানি উপরিভাগে উঠে আসলে তাকে কী বলে?
Segregation
Bleeding
Bulking
Creep
ব্যাখ্যা: সদ্য মিশ্রিত কংক্রিটের উপর দিয়ে পানি চুইয়ে পড়াকে blending বা পানি ক্ষরণ বলে। খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে Segregation বলে।
19143. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
ব্যাখ্যা: Los Angeles Abrasion Value এর শতকরা মান যত কম হবে Materials এর শক্তি তত বেশি হবে।
19144. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
ব্যাখ্যা: RCC বিম ও স্ল্যাবের Slump রেঞ্জ 5cm থেকে 10cm.
19145. Slump test-এর জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া-
৩/৪"
১/২"
৫/৮"
৭/৮"
ব্যাখ্যা: Slump test করার জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া 16 মিমি 5/8
19146. Concrete-এর কোন উপাদান রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Cement
Water
Aggregate
কোনোটিই নয়
ব্যাখ্যা: সিমেন্ট হাইড্রেশন বিক্রিয়ায় শক্তি অর্জন করে। তাই কংক্রিট তৈরিতে শুধুমাত্র সিমেন্ট ও পানি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
19147. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি- সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি-সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
19148. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
Compacting
Finishing
Placing
Curing
ব্যাখ্যা: ঢালায়ের পরদিন থেকে কিছুদিন পর্যন্ত কংক্রিটকে সর্বদা ভিজিয়ে রাখতে হয়, একে কিউরিং বলে। অর্থাৎ, ঢালাইকৃত কংক্রিটের আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়াকে পানি খাওয়ানো বা কিউরিং করা বলে।
19149. Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি-(MOCA-19]
জলাশয়
পাহাড়ের চূড়া
সমভূমি
কোনোটিই নয়
ব্যাখ্যা: Contour-এর মান ভিতরে বেশি ও বাহিরে কম হলে এবং Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি
পাহাড়ের চূড়া। -AD Contour-এর মান ভিতরে কম ও বাহিরে বেশি হলে জলাশয় বুঝায়। সমোন্নতি রেখা
পর্বত শীর্ষের কাছাকাছি থাকলে খাড়াই বা পাহাড়ের চূড়া নির্দেশ করে।
19150. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage
ব্যাখ্যা: খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। আর সদ্য মিশ্রিত কংক্রিট হতে পানি উপর দিকে উঠে আসা বা কংক্রিটের উপর দিয়ে গড়িয়ে পড়াকে Bleeding বলে।
19151. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
19152. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে? (LGED-191)
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
ব্যাখ্যা: এখানে, RF = 1: 10,000 জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার।
মানচিত্রের মাপ হবে = 500 x 1/ 10,000 = 0.05 মিটার= 5 সেমি
19153. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
19154. Water content test করা হয়-
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
ব্যাখ্যা: Water Content Test সাধারণত মাটির ও বিটুমিনের জন্য করা হয়ে থাকে
19155. GI Sheet চওড়া-
২'-৩"
২'-৮"
২'-৬"
৩'-০"
ব্যাখ্যা: The two most common widths are 26" and 36. Other standard widths include 24" and 39"
19156. কংক্রিটে aggregate-এর ভূমিকা কী?
Binding Material
Filler
Catalyst
কোনোটিই নয়
ব্যাখ্যা: কংক্রিটে অ্যাগ্রিগেট পরিপূরক পদার্থ হিসেবে কাজ করে। অর্থাৎ, কংক্রিটের মধ্যে ফাঁকা স্থানগুলো পূরণ করে।
19157. যে Survey দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তার নাম-(MOCA-19]
Plane table
Contour map
Reciprocal levelling
কোনোটিই নয়
19158. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত -12 হয়? -[HED-19]
Direct Method
Square Method
Cross-section Method
Tachometric Method
ব্যাখ্যা: পাহাড়ি এলাকায় Contouring-এর জন্য Tachometric Method ব্যবহার করা হয়। কারণ এর মাধ্যমে
অনুভূমিক দূরত্ব ও কোণ নির্ণয় করা যায়।
19159. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
ব্যাখ্যা: সঠিক ডাইমেনশন,
70.6mm×70.6min x70.6mm
19160. Ready mix concrete-এ slump বেশি রাখা হয়-
Strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Concrete pump করে ব্যবহার করার জন্য
Concrete-এর জমাটবাঁধা রোধ করার জন্য
ব্যাখ্যা: উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিটের মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি
বেশি রাখা হয়।