MCQ
19101. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Marble
Lime stone
Compact sand stone
Granite
ব্যাখ্যা: Fire resistance এবং ক্ষয় প্রতিরোধী হিসাবে Compact sand stone ব্যবহার করা হয়ে থাকে।
19102. 15 গ্রেড concrete-এর mix ratio-
১:২:৪
১:১:৫:৩
১:৩:৬
১:১:২
ব্যাখ্যা: Mis গ্রেড কংক্রিটের mix ratio ১: ২:৪। অর্থাৎ, Mis গ্রেড কংক্রিট ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ কংক্রিটের মিশ্রণে তৈরি করা হয়।
19103. স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ কত হওয়া উচিত?
৫ মিমি
৭.৫ মিমি
১০ মিমি
১৫ মিমি
ব্যাখ্যা: স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ ১০ মিমি এবং সর্বনিম্ন ৪.৭৫ মিমি।
19104. ২০ মি. চেইনে সর্বোচ্চ tolerance কত? [MOLE-19]
= ± ২ মিমি
= ± ৩ মিমি
= ± ৫ মিমি
= ± ৮ মিমি
ব্যাখ্যা: ৫ মিটার চেইন = ৩ মিমি ১০ মিটার চেইন = ৩ মিমি ২০ মিটার চেইন = ৫ মিমি ৩০ মিটার চেইন = ± ৮ মিমি
19105. ফ্লোরের ড্যাম্প (Damp) প্রতিরোধে ব্যবহৃত হয়-
RCC
DPC
Plaster
Lime concrete
ব্যাখ্যা: DPC হচ্ছে ড্যাম গ্রুপ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাঁতসেঁতে না হয়। আর্দ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়।
19106. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পশ্চাৎ বিয়ারিং কত? [LGED-19]
220°
310°
30°
50°
19107. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
সিঙ্গেল ফ্লেমিশ বন্ড
ডাবল ফ্লেমিশ বন্ড
ইংলিশ বন্ড
জিগজ্যাগ বন্ড
ব্যাখ্যা: ইটের গাঁথুনিতে ইংলিশ বন্ড সর্বোচ্চ লোড নিতে পারে। ইংলিশ বন্ডের ক্ষেত্রে একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি হবে। কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসে না। এজন্য সর্বোচ্চ লোড নিতে পারে।
19108. খাদের উভয় পার্শ্বে কোদাল দিয়ে জমিতে যে দাগ দেয়া হয়, তাকে কী বলে?
প্ল্যান স্থাপন
দাগমারি
বাস্তুসংস্থাপন
বিভাজন
19109. Critical Path-
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
ব্যাখ্যা: Critical path method হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষণপূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এজন্য Critical path- সবকিছু সবসময় দীর্ঘ হয়।
19110. বিষুব রেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং- এর পার্থক্য-[BGDCL-17, LGED-19]
0°
90°
180°
360°
ব্যাখ্যা: এখানে, AB রেখার সম্মুখ বিয়ারিং হলে পশ্চাৎ বিয়ারিং হবে * + 180°। তাই সহজেই বলা যায়, পশ্চাৎ ও সম্মুখ বিয়ারিং- এর পার্থক্য হবে 180°।
19111. বার বার ক্ল্যাম্প করে পাঠ নিলে যে ত্রুটি দূর হয়- (BBA-19]
আনুভূমিক অক্ষের ত্রুটি
দাগাঙ্কনজনিত ত্রুটি
উপকেন্দ্রিক ত্রুটি
তার কাটাজনিত ত্রুটি
ব্যাখ্যা: বার বার যন্ত্রের ক্ল্যাম্প করলে কলিমেশন রেখার আনুভূমিক অক্ষের সমন্বয় সঠিক থাকবে না, যার কারণে অক্ষের ত্রুটি দেখা যাবে।
19112. একটি ষড়ভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি হবে- [DM-19]
360° 1
720°
080°
180°
ব্যাখ্যা: একটি কোণ = (2n-4) 6×90° (2×6-4) = 6 ×90° = 120° .. মোট কোণ = 120°×6 = 720° (Ans.)
19113. সিমেন্টের কম্প্রেসিভ শক্তিমত্তা পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ হয়-
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
ব্যাখ্যা: Cube size-70.6mm x 70.6mm x 70.6mm.
19114. কোনো প্রজেক্টের এক নজরে ধারণা নেয়ার জন্য যে প্ল্যান করা হয়, তাকে কী বলে?
ইনডেক্স প্ল্যান
সাইট প্ল্যান
লে-আউট প্ল্যান
ডিভাইজড প্ল্যান
ব্যাখ্যা: একটি প্রজেক্টের মাঠ পর্যায়ের পূর্ণ ধারণা পাওয়ার জন্য সাইট প্ল্যান করা হয়ে থাকে।
19115. 347°-এর Reduced Bearing কত? [DM-2019][MOEF-19]
13°EN
77°SE
13°NW
77°SW
ব্যাখ্যা: R.B = 360-WCB = 360-347°= 13°NW
19116. Sheet pile কী দিয়ে তৈরি?
কাঠ
কংক্রিট
স্টিল
সবগুলো
ব্যাখ্যা: শিট পাইল তৈরিতে কাঠ, রিইনফোর্সমেন্ট কংক্রিট, স্টিল ইত্যাদি ব্যবহৃত হয়। তবে শিট পাইল স্টিল দিয়েই বেশি তৈরি হয়।
19117. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে-সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পায়, তাকে অ্যাডমিক্সচার
19118. Gunter's chain-এ কত শিকলে ১ মাইল হয়? [R&H-06, MODMR-06, LGED-19)
৭০ শিকল
৮০ শিকল
১০০ শিকল
৫০ শিকল
ব্যাখ্যা: গান্টার শিকলে ১ মাইল = ৮০ শিকল এবং ১ ফার্লং = ১০ শিকল।
19119. অপটিক্যাল স্কয়ারে দুটি আয়না পরস্পরের সাথে কত কোণে উল্লম্ব তলে স্থাপিত থাকে?
45°
90°
180°
35°
19120. 10cm thick partition wall-এর জন্য ইটের কোন bond ব্যবহার করা উচিত?
Stretcher Bond
English bond
Flemish bond
Header bond
ব্যাখ্যা: 10" ওয়ালের জন্য Stretcher bond ব্যবহৃত হয়