বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
141. কোন ডায়োডে সর্বাপেক্ষা বেশি পরিমাণ ভেজাল মিশ্রিত করা হয়?
জেনার ডায়োড
লাইট ইমিটিং ডায়োড
টানেল ডায়োড
ফটোডায়োড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: টানেল ডায়োডে সাধারণ ডায়োড অপেক্ষা অধিক পরিমাণ ভেজাল মিশ্রিত হয়।
142. তাপমাত্রা বাড়লে জাংশন রেজিস্ট্যান্স-
বৃদ্ধি পায়
সমান থাকে
হ্রাস পায়
শূন্য হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা:সেমিকন্ডাক্টর তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স হ্রাস পায় ফলে এনার্জি প্রবাহিত হয়ে ইলেকট্রন উত্তেজিত হয় এবং কন্ডাক্টশন ব্যান্ডে চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা বাড়লে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাও বাড়ে।
143. কন্ডাক্টরের রেজিস্টিভিটি-
>10^-4
10^-4
<10^-4
0.5Ώ
144. একটি বাইপোলার ট্রানজিস্টর মূলত দুটি PN জাংশন ডায়োডের-
সিরিজ সংযোগ
প্যারালাল সংযোগ
ব্যাক-টু-ব্যাক সংযোগ
অন্য একপ্রকার সংযোগ
145. রেকটিফায়ারের কাজ কী?
এসিকে ডিসি করা
ডিসি ভোল্টেজের মান বৃদ্ধি করা
ভোল্টেজকে রেগুলেট করা
ডিসি-কে এসি করা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেক্টিফায়ার এসিকে ডিসি করে। ইনভার্টার ডিসিকে এসি করে।
146. একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-
ফরওয়ার্ড বায়াস পায়
আংশিক বায়াস পায়
রিভার্স বায়াস পায়
কোনো বায়াস প্রয়োজন হয় না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-রিভাগ বায়াস পায়।
147. অপরিবাহীর এনার্জি গ্যাপ প্রায়-
15 eV.
10 eV
0.7 eV
7 eV
148. PRV-এর পূর্ণ অর্থ হলো-
Power Resistor Voltage
Peak Reverse Voltage
Population of Rural villages
Power Reactive Value
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: PRV = Peak Reverse Voltage
149. সবচেয়ে ভালো মানের ফ্যাক্টর হলো-
অ্যালুমিনিয়াম
রুপা
তামা
সোনা
150. হাফ-ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর-
1.21
40.6
0.48
81.2
151. পালসেটিং ডিসি হলো-
পিউর ডিসি
সর্বোচ্চ দক্ষতায় ডিসি
এসি মিশ্রিত ডিসি
নিম্ন মানের ডিসি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেক্টিফায়ারের আউটপুট যে ডিসি পাওয়া যায় তা সম্পূর্ণ খাঁটি ডিসি নয়, এসিযুক্ত এই ডিসি-কেই পালসেটিং ডিসি বলে।
152. PIV-এর পূর্ণ অর্থ হলো-
Power Inverse Voltage
Power Increment Voltage
Peak Inverse Voltage
Population Increment Voltage
153. হাফ-ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে Transformer Utilization Factor (TUF) হলো-
0.287
0.121
0.693
0.842
154. মাইকা হলো এক ধরনের-
ইনসুলেটর
অর্ধপরিবাহী
কন্ডাক্টর
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইনসুলেটরসমূহের নাম হলো- মাইকা, কাড়, আঅ্যাসবেস্টস, কাঠ।
155. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
156. পাই ফিল্টারে থাকে-
দুটি ক্যাপাসিটর ও একটি রেজিস্টর
দুটি রেজিস্টর
একটি ইন্ডাক্টর ও দুটি ক্যাপাসিটর
শুধু ক্যাপাসিটর
157. সেন্টার টেপড ফুল-ওয়েভের ক্ষেত্রে গড় TUF হলো-
0.121
0.812
0.48
0.672
158. সেন্টার ট্যাপড ফুল-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয়?
একটি
তিনটি
দুটি
চারটি
159. পঞ্চযোজী মৌল হলো-
সিলিকা
আর্সেনিক
গ্রাফাইট
গ্যালিয়াম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: পঞ্চযোজী মৌল = অ্যান্টিমনি, বিসমাত, ফসফরাস, আর্সেনিক ত্রিযোজী মৌল = গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, আসেনিক।
160. অপারেটিং পয়েন্টQ নির্দেশিত হয়-
ডিসি লোড লাইনের উপর
এসি লোড লাইনের উপর
ডিসি এবং এসি উভয় লোড লাইনের উপর একটি সাধারণ বিন্দু
অন্য কোনো বিন্দু