ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
21. তাপ স্থানান্তর কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
22. যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে বলে
ইভাপোরেটর
কন্ডেন্সার
কম্প্রেসর
অ্যাকুমুলেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বাষ্প সঙ্কোচন পদ্ধতিতে কম্প্রেসর হৃৎপিণ্ডের মতো কাজ করে। একে এক প্রকার পাম্পও বলে। কম্প্রেসরের কাজ প্রধানত তিনটি-
(i) ইভাপোরেটরে তরল হিমায়ক বাষ্পায়নের উপযোগী নিম্নচাপ সৃষ্টি করা,
(ii) কন্ডেন্সারে হিমায়ক ঘনীভবনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করা এবং
(iii) হিমায়ন চক্রে হিমায়ক সঞ্চালন করা।
23. তাপ কী?
একপ্রকার চাপ
একপ্রকার তরল
একপ্রকার শক্তি
কোনোটিই নয়
24. বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম-
থার্মোমিটার
ক্যালরিমিটার
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
25. 1 BTU সমান কত ক্যালরি?
250 Cal
252 Cal
255 Cal
260 Cal
26. তাপমাত্রা কী?
কোনো বস্তুর তাপীয় অবস্থা
একপ্রকার শক্তি
কোনো বস্তুর ওজন
কোনো বস্তুর অভ্যন্তরীণ গুণাগুণ
27. কোন দেশে প্রথম রেফ্রিজারেশন পদ্ধতির নিদর্শন পাওয়া যায়?
ভারত
জাপান
চীন
ইংল্যান্ড
28. এক কিলোক্যালরি সমান কত জুল?
1 কিলোক্যালরি = 4200 জুল বা 4.2 কিলোজুল
1 কিলোক্যালরি = 4800 জুল বা 4.8 কিলোজুল
1 কিলোক্যালরি = 4300 জুল বা 4.3 কিলোজুল
1 কিলোক্যালরি = 4400 জুল বা 4.4 কিলোজুল
29. এক টন সমান কত BTU?
1000 BTU/hr
12000 BTU/hr
1400 BTU/hr
1600 BTU/hr
30. এক টন বরফকে ২৪ ঘণ্টায় গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
COP (Coefficient Of Performance)
TOR (Ton Of Refrigeration)
MFR (Mass Flow Rate)
সম্পৃক্ত তাপ
31. কোনো স্থির তাপমাত্রায় যে-সকল গ্যাসের আয়তন সকল চাপে বয়েলের সূত্র মেনে পরিবর্তিত হয়, তাদেরকে- বলে।
সুপারহিটেড গ্যাস
আদর্শ গ্যাস
স্যাচুরেটেড গ্যাস
কোনোটিই নয়
32. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
অনুমেয় তাপ
সুপ্ততাপ
আপেক্ষিক তাপ
কোনোটিই নয়
33. "Thermo" এবং "Dynamics" শব্দ দুটির উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে?
ইংরেজি শব্দ
ফারসি শব্দ
গ্রিক শব্দ
আরবি শব্দ
34. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চতাপ ও তাপমাত্রায় বাষ্পীয় রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা হয়, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
এক্সপানশন ভালভ
ইভাপোরেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: কন্ডেন্সার হিমায়ন চক্রের একটি প্রধান অংশ। কম্প্রেসর তাপসমৃদ্ধ বাষ্পীভূত হিমায়ক শোষণ করে ঘনীভবনের উপযোগী উচ্চচাপে ও উষ্ণতায় কন্ডেন্সারে সরবরাহ করে।
35. যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি। ১ পায়, তাকে বলে।
সুপ্ততাপ
অনুমেয় বা অনুভূত তাপ
আপেক্ষিক তাপ
পরম তাপমাত্রা
36. বায়ুর চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক কোনটি?
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ
পরম চাপ = গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + ভ্যাকুয়াম চাপ
কোনোটিই নয়
37. প্রাচীন মিশরীয়রা রেফ্রিজারেশনের কোন পদ্ধতি আবিষ্কার করেন?
সংকোচন
ঘনীভবন
ইভাপোরেশন
বাষ্পীভবন
38. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
C/5 = F-32/5 = R/5 = K-273/5 = Rn-492/9
C/8 = F-32/9 = R/4 = K-273/9 = Rn-494/9
C/5 = F-32/9 = R/4 = K-273/5 = Rn – 492/ 9
C/5 = F-32/5 = R/4 K-279/5 = Rn-495/9
39. থার্মোডাইনামিক্স শব্দের অর্থ কী?
গতিবিজ্ঞান
স্থিতি বিজ্ঞান
বায়ুগতিবিদ্যা
তাপবিজ্ঞান
40. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি?
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
থার্মোমিটার
ওয়াটমিটার