ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
141. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রুদ্ধতাপীয় প্রক্রিয়া (রিভারসিবল এডিয়াবেটিক প্রসেস)-এর ক্ষেত্রে, PVγ = constant এই সূত্র ব্যবহৃত হয়।
142. যে-কোনো মুহুর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো-
ওয়াটার লেবেল ইন্ডিকেটর
ফিড চেক ভাল্ড
ব্লো-অফ কক
স্টপ ভালভ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে।
143. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mountings) :
(ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator)
(খ) প্রেসার গেজ (Pressure gauge)
(গ) সেফটি ভালভস (Safety valves)
(ঘ) স্টপ ভালভস (Stop valves)
(ঙ) ফিড চেক ভালভস (Feed check valves)
(চ) ফিউজিবল প্লাগ (Fusible plug)।
বয়লার অ্যাকসেসরিজ (Boiler accessories) :
(ক) ফিড পাম্প (Feed pump)
(খ) সুপারহিটার (Superheater)
(গ) ইকোনোমাইজার (Economizer)
(ঘ) এয়ার প্রিহিটার (Air preheater)
(চ) ইনজেক্টর (Enjector) |
144. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: COP সবসময় 1-এর বেশি হয়। [COP>1]
(ক) রেফ্রিজারেশনের COP হয় 1-এর বেশি। [COPR > 1]
(খ) হিট পাম্পের COP হয় COPR-এর বেশি। [COPH >
COPR
.: COPH > COPR> 1