ইলেকট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
81. রাইস কুকারের মূল অংশটি কীসের তৈরি?
লোহার
সিলভারের
স্টিলের
অ্যালুমিনিয়ামের
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রাইস কুকারের বহিরাবরণ ধাতব পদার্থের তৈরি, যেমন- অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি।
82. রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ থাকে-
ম্যাগনেটিক সুইচ
রাইস কুক ল্যাম্প
হিটিং প্লেট
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ, রাইস কুক ল্যাম্প, কিপ ওয়ার্ম ল্যাম্প।
83. রাইস কুকারের হিটিং এলিমেন্টটি কীসের তৈরি?
ক্রোমিয়াম
নিকেল
স্টিল
নাইক্রোম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রাইস কুকারের প্রধান হিটিং এলিমেন্ট, হট প্লেটের মতোই এবং গোলাকৃতি স্টিলের আবরণে আচ্ছাদিত থাকে। এর ভিতরে পেঁচানো ধাতব নলের ভিতরে নাইক্রোম তারের তৈরি স্পাইরাল আকৃতিতে হিটিং এলিমেন্ট আছে।
84. গিজারের আউটার ভেসেল কীসের তৈরি?
লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি
লেড কোটিংযুক্ত নিকেলের তৈরি
লেড কোটিংযুক্ত নাইক্রোমের তৈরি
লেড কোটিংযুক্ত সিলভারের তৈরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: গিজারের আউটার ভোসল লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি এবং বহিরাবরণে পুরু এনামেল কোটিং করা থাকে। ফলে হিট লস কম হয়।
85. টেবিল ফ্যান কত ধরনের হয়?
দুই ধরনের
তিন ধরনের
চার ধরনের
পাঁচ ধরনের
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: টেবিল ফ্যান দুই ধরনের। যথা- (i) পারমানেন্ট ক্যাপাসিটর টাইপ টেবিল ফ্যান ও (ii) শেডেড পোল টাইপ টেবিল ফ্যান।
86. গিজারের ইনার ও আউটলেট পাইপ কীসের তৈরি?
নিকেল প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
ক্রোমিয়াম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
নাইক্রোম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
সিলভার প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইনলেট পাইপ কপারের তৈরি এবং এদেরকে ক্রোমিয়াম প্লেটিং করা থাকে যাতে মরিচা না পড়ে। গিজারের আউটলেট পাইপ ক্রোমিয়াম প্লেটেড কপারের তৈরি। ফলে মরিচা পড়ে না।
87. রুম হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
নিকেল
স্টিল
নাইক্রোম
লোহা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রুম হিটারে হিটিং এলিমেন্ট হিসেবে পোর্সিলিন অথবা চায়না ক্লে'র তৈরি ইনসুলেটর রড একটি বা দুটি ব্যবহৃত হয়। এই রডের উপর নাইক্রোম তারের তৈরি রেজিস্ট্যান্স ওয়্যার পেঁচানো থাকে।
88. সিলিন্ড্রিক্যাল টাইপ ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
750W
1000W
1500W
2000W
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: সিলিন্ড্রিক্যাল টাইপ কেটলির ওয়াট সাধারণত 750W এর মধ্যে সীমাবদ্ধ।
89. ইলেকট্রিক কেটলি কত প্রকার?
২
৩
8
৫
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক কেটলি সাধারণত ২ প্রকার। যথা- (i) সিলিন্ড্রিক্যাল টাইপ ও (ii) রাউন্ড বা সোয়ান টাইপ।
90. টেবিল ও পেডেস্টাল ফ্যান সাধারণত কত পোলের হয়?
2 পোল
6 পোল
4 পোল
৪ পোল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: টেবিল ফ্যান ও পেডেস্টাল ফ্যানগুলো সাধারণত এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান টাইপ ইন্ডাকশন মোটর। এগুলো সাধারণত চার পোলের হয়ে থাকে।
91. "কুক” পজিশন থেকে "ওয়ার্ম” পজিশনে আসতে কত সময় লাগে?
৫ থেকে ১০ মিনিট
১০ থেকে ১৫ মিনিট
১৫ থেকে ২০ মিনিট
২০ থেকে ২৫ মিনিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রাইস কুকিং সম্পন্ন হলে 'কুক' পজিশন বন্ধ হবে এবং স্বয়ংক্রিয়ভাবে 'ওয়ার্ম' পজিশন শুরু হয়ে যাবে। সাধারণত ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে কুকিং ক্রিয়া সম্পন্ন হয়ে ওয়ার্ম পজিশন শুরু হয়।
92. হিট রিফ্লেকটর চকচকে আয়নার মতো না হলে কী হয়?
তাপের রেডিয়েশনের মাত্রা কমে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা একই থাকে
কোনোটিই না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: হিটিং এলিমেন্টের পিছনে প্যারাবোলা আকৃতির ধাতব রিফ্লেক্টর বাসানো থাকে। হিট রিফ্লেক্টর চকচকে অনেকটা আয়নার মতো থাকলে তাপ সামনের দিকে ভালো মাত্রায় রেডিয়েশন হতে পারে। আবার চকচকে না হলে রেডিয়েশনের মাত্রা কমে যায়। রিফ্লেক্টরের বক্রতার আকৃতির উপরও রেডিয়েশন নির্ভর করে।
93. রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের অবস্থান কোথায়?
হিটিং প্লেটের মাঝখানে
হিটিং প্লেটের উপরে
হিটিং প্লেটের নিচে
আউটার লিডে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ম্যাগনেটিক সুইচ, হিটিং এলিমেন্টের মাঝখানে সংযুক্ত থাকে। এটি থার্মোস্ট্যাটের মতোই কুকারের হিটিং এলিমেন্টের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। পানির বয়েলিং টেম্পারেচার 100℃ থার্মোস্ট্যাট কন্ট্যাক্ট ওপেন হয়।
94. টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটর কী টাইপের হয়?
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটরটি স্কুইরেল কেজ টাইপের হয়।
95. ইলেকট্রিক গিজার কত প্রকার?
২
৩
8
৫
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক গিজার ২ প্রকার। যথা- (i) নন-প্রেসার টাইপ ও (ii) প্রেসার টাইপ।
96. ওয়াটার হিটারে হিটিং এলিমেন্টের সাথে কন্ট্রোল থার্মোস্ট্যাট কীভাবে সংযুক্ত থাকে?
সিরিজ
প্যারালাল
কওখ
স্টার-ডেল্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: হিটিং এলিমেন্টের সাথে থার্মোস্ট্যাট সিরিজে সংযুক্ত থাকে। ওয়াটার হিটারের তাপমাত্রা থার্মোস্ট্যাট কন্ট্রোল করে। উল্লম্বভাবে হিটিং এলিমেন্ট ফিট করা থাকলে খুব তাড়াতাড়ি পানি গরম হয়।
97. রুম হিটারের গার্ডওয়্যার কীসের তৈরি?
এবোনাইট
স্টিল
প্লাস্টিক
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: গার্ড ওয়্যার মোটা তার বা ধাতব পদার্থের নেট বা জালি। এ গার্ড ওয়্যার হিটিং এলিমেন্টকে ধাতব রিফ্লেক্টরের সরাসরি কন্ট্যাক্ট হতে রক্ষা করে। গার্ড ওয়্যার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটি সব সময় ধাতব, স্টিল বা লোহার তৈরি হতে হয়। প্লাস্টিক, এবোনাইট বা অন্য কোনো পদার্থ, যা তাপমাত্রায় গলে বা ফেটে বা পুড়ে যায়, তা ব্যবহার করা যায় না।
98. "ওয়ার্ম” পজিশনে ভাত কত ঘণ্টা গরম থাকে?
২ থেকে ৬ ঘণ্টা
৩ থেকে ৮ ঘণ্টা
৪ থেকে ১০ ঘণ্টা
৫ থেকে ১২ ঘণ্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: 'ওয়ার্ম' পজিশন অর্থাৎ গরম অবস্থানে ভাত ২ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত গরম থাকে। সাপ্লাই প্লাগ খুলে 'ওয়ার্ম' পজিশন বন্ধ করা যায়।
99. বাসাবাড়িতে ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
300W থেকে 500W
500W থেকে 1000W
1000W থেকে 2500W
2000W থেকে 3500W
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক কেটলির হিটিং এলিমেন্ট 1000W 2500W এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
100. ওয়াটার হিটারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ওয়াটার হিটারে দুটি হিটিং এলিমেন্ট থাকে। যথা- (i) অ্যাপার হিটিং এলিমেন্ট ও (ii) শোয়ার হিটিং এলিমেন্ট।