MCQ
1441. এসআই এককে চৌম্বক ফ্লাক্স-এর একক-
ক্যান্ডেলা
লাক্স
ওয়েবার
লুমেন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: The Sl unit of Magnetic Flux is the weber (wb)
1442. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
অ্যামিটার
গ্যালভানোমিটার
ভোল্টমিটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যামিটার দ্বারা বিদ্যুৎ পরিমাপ করা হয়।
1443. ইনস্ট্রমেন্ট সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন-
ডিফ্লেকটিং টর্ক
ড্যাম্পিং টর্ক
ইনট্রোলিং টর্ক
সব কয়টি
1444. এসি পরিমাপে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহারের উদ্দেশ্য-
তড়িতাহতের সম্ভাবনা কমানো
ইনস্ট্রমেন্টের রেঞ্জ বাড়ানো
ট্রান্সফরমেশন অনুপাত বৃদ্ধি করা
ইনস্ট্রমেন্টকে ত্রুটিমুক্ত করা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত এসি সিস্টেমে বিভিন্ন মান যেমন- ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার এনার্জি, ফ্রিকুয়েন্সি পরিমাপ করতে ইনস্ট্রমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। মূলত রিলের সাথে ইনস্ট্রমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করে পাওয়ার সিস্টেমকে রক্ষা করার জন্য এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। তবে নিম্ন রেঞ্জবিশিষ্ট ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করে ইনস্ট্রমেন্টগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্যও এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।
1445. এসি বিদ্যুৎ লাইনে ব্যবহারযোগ্য ক্লিপ-অন (Clip-on) মিটার দিয়ে আমরা সাধারণত কী পরিমাপ করি?
লাইন কারেন্ট
ফ্রিকুয়েন্সি
লাইন ভোল্টেজ
কিলোওয়াট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্লিপ অন মিটার দ্বারা ভারের লাইন কারেন্ট পরিমাপ করা হয়।
1446. এনার্জি মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-ঘণ্টা
১০০ ওয়াট-ঘণ্টা
১০০০ কিলোওয়াট-ঘণ্টা
1447. এনার্জি মিটার একটি-
ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট
রেকর্ডিং ইনস্ট্রমেন্ট
ইন্টিগ্রেটিং ইনস্ট্রমেন্ট
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইন্ট্রিগ্রেটিং ইনস্ট্রমেন্ট এনার্জি মিটার, ওয়াট-আওয়ার মিটার।
1448. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
অ্যাম্পিয়ারের সূত্র
ফার্মানেটর নীতি
হুইটস্টোন ব্রিজ নীতি
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: হুইটস্টোন ব্রিজ ব্যালান্স রাখার জন্য মিটার ব্রিজ ব্যবহার করা হয়।
1449. যে পদার্থের চৌম্বকগ্রাহিতা ক্ষুদ্র, কিন্তু ধনাত্মক, তা হলো-
ডায়াচৌম্বক পদার্থ
ফেরোচৌম্বক পদার্থ
প্যারাচৌম্বক পদার্থ
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: যেসব চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা কম আকর্ষিত হয় বা পদার্থের উপর চুম্বকের আকর্ষণ প্রভাব দুর্বল তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে।
1450. ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট ব্যবহার হয় শুধুমাত্র-
অ্যামিটারে
ওয়াটমিটারে
ভোল্টমিটারে
এনার্জি মিটারে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট ভোল্টমিটারে ব্যবহৃত হয়।
1451. বৈদ্যুতিক ক্যাবলের ইন্সুলেশন রেজিস্ট্যান্স মাপার যন্ত্রের নাম কী?
মেগার
ওহমমিটার
পটেনশিওমিটার
মাল্টিমিটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: বৈদ্যুতিক ক্যাবলের ইন্সুলেশন রেজিস্ট্যান্স মেগার দ্বারা পরিমাপ করা হয়।
1452. কোনটি বাছাই করতে ফিল্টার ব্যবহৃত হয়?
ভোল্টেজ
ফ্রিকুয়েন্সি
কারেন্ট
উপরের সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিল্টারের সাহায্যে নির্দিষ্ট মানের ফ্রিকুয়েন্সিকে সিস্টেমের মধ্য দিয়ে গমন করতে দেওয়া হয় বা নির্দিষ্ট মানের ফ্রিকুয়েন্সিকে বাধা প্রদান করা হয়।
1453. রেকটিফায়ার ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়-
মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট
২টি ওয়্যার ইনস্ট্রমেন্ট
মুভিং কয়েল পারমানেন্ট ম্যাগনেট ইনস্ট্রুমেন্ট
ডায়নামো মিটার টাইপ ইনস্ট্রুমেন্ট
1454. অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ-
অত্যন্ত কম
অসীম
অত্যন্ত বেশি
শূন্য
1455. ওয়াটমিটার একটি-
ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট
রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট
ইন্ট্রিগ্রেটিং ইনস্ট্রমেন্ট
অ্যাবসলুট ইনস্ট্রুমেন্ট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার।
1456. ৫০০ কেভি এসি ভোল্টেজ নিচের কোনটির সাহায্যে মাপা যায়?
হট ওয়্যার ভোল্টমিটার
ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার
মুভিং আয়রন ভোল্টমিটার
যে-কোনো একটি দিয়ে
1457. ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযুক্ত করতে হয়?
শ্রেণিতে
সমান্তরালভাবে
উভয় পদ্ধতিতে
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভোল্টমিটার বর্তনীতে প্যারালালে এবং অ্যামিটার বর্তনীতে সিরিজে সংযোগ করা হয়।
1458. একটি ইন্ডিকেটিং ইনস্ট্রমেন্ট এর ড্যাম্পিং ফ্রিকশনাল হলে পয়েন্টারটি-
খুবই দ্রুত উঠানামা করে
খুবই ধীরে উঠানামা করে
স্বাভাবিকভাবে উঠানামা করে
কোনোটিই নয়
1459. একটি ওয়াটমিটার নিম্নের কোন মানটি দেখায়?
অ্যাপারেন্ট পাওয়ার
রিয়্যাকটিভ পাওয়ার
অ্যাকটিভ পাওয়ার
কে.ভি.এ. মান
1460. চৌম্বকগ্রাহিতা কাকে বলে?
চৌম্বক তীব্রতা ও চুম্বকায়ন তীব্রতার অনুপাত
চৌম্বক প্রবেশ্যতা ও চুম্বকায়ন তীব্রতার অনুপাত
চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক তীব্রতার অনুপাত
চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাত
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো চৌম্বক পদার্থের চুম্বায়ন মাত্রা এবং আবেশ সৃষ্টিকারী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুপাতকে ঐ চৌম্বক পদার্থের চৌম্বক গ্রহিতা বলে।