EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1461. একটি Ammeter-এর Range প্রসারের জন্য কোন Instrument ট্রান্সফরমার ব্যবহার হয়?
কারেন্ট ট্রান্সফরমার (CT)
ভোল্টেজ Transformer
Power ট্রান্সফরমার
কোনোটিই না
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিম্নলিখিত উপায়ে ইনস্ট্রমেন্টের রেঞ্জ বৃদ্ধি করা যায়। যথা- (i) শান্ট (ii) মাল্টিপ্লায়ার (iii) কারেন্ট ট্রান্সফর্মার (iv) পটেনশিয়াল ট্রাপির (v) পটেনমিয়াল ডিভাইডার অ্যামিটারের Range প্রসারের জন্য CT ব্যবহৃত হয়।
1462. Bridge circuit- মাপার জন্য ব্যবহৃত হয়--
Resistance
Capacitance
Inductance
সব কয়টি
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: নিম্নলিখিত উপায়ে লো-রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। যথা- (i) অ্যামিটার ভোল্টমিটার পদ্ধতি (iii) কেলভিন ডাবল ব্রিজ পদ্ধতি ii) পটেনশিওমিটার পদ্ধতি (iv) ওহমমিটার পদ্ধতি।
1463. ট্রানজিস্টর রেডিও চেকিং-এর জন্য অতীব প্রয়োজনীয় একক ইনস্ট্রুমেন্ট কোনটি?
VOM
ফ্রিকুয়েন্সি মিটার
মিলিমিটার
ওয়াটমিটার
1464. বহুল ব্যবহৃত এনার্জি মিটার-
ইলেকট্রোলাইটিক মিটার
ইন্ডাকশন মোটর মিটার
কমুটেটর মোটর মিটার
মার্কারি মোটর মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত যে এনার্জি মিটার ব্যবহার করা হয় তা একপ্রকার ইন্ডাকশন মোটর মিটার।
1465. এনার্জি মিটার দ্বারা কী মাপা হয়?
ভোল্ট
অ্যাম্পিয়ার
কিলোওয়াট-আওয়ার
কিলোওয়াট
ব্যাখ্যা: ব্যাখ্যা: বৈদ্যুতিক এনার্জিকে পরিমাপ করার জন্য এনার্জি মিটার ব্যবহার করা হয়। এনার্জি মিটার ওয়াট-আওয়ার (Wh) বা কিলোওয়াট-আওয়ার (kWh)-এ বৈদ্যুতিক এনার্জিকে পরিমাপ করে।
1466. পারমানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে যে ড্যাম্পিং ব্যবহার করা হয়, তা হলো-
এয়ার ফ্রিকশন ড্যাম্পিং
ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং
এডি কারেন্ট ড্যাম্পিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারমানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে একটি ড্যাম্পিং করতে হয়, সেটি হলো এডি কারেন্ট ড্যাম্পিং।
1467. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়?
ভেনচুরিমিটার
পিউটটিউব
অরিফিস
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল পদার্থবিদ্যাতে বার্নোলি-এর নীতিটি বলেছে যে, তরলের সম্ভাব্য শক্তিগুলোর চাপে হ্রাস বা হ্রাসের সাথে সাথে তরলের গতি বৃদ্ধি পায়, এই নীতিটি ড্যানিয়েল বার্নোলি নামেও পরিচিত।
1468. রেক্টিফায়ার ইনস্ট্রমেন্টে রেক্টিফায়ার হিসাবে ব্যবহৃত হয়---
কপার অক্সাইড
জার্মেনিয়াম
সিলিকন ক্রিস্টাল ডায়োড
সিলিকন অক্সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা:উল্লিখিত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র কপার অক্সাইড রেকটিফায়ার ইনস্ট্রমেন্টে রেকটিফায়ার হিসাবে ব্যবহৃত হয় না।
1469. লোহার পাইপ তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়?
ডাই কাস্টিং
স্ল্যাশ কাস্টিং
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডাই কাস্টিং (Die casting): এ পদ্ধতিতে স্থায়ী ধাতব মোল্ডের ভিতর উচ্চ চাপের (সর্বোচ্চ 300 kg/cm²) সাহায্যে গলিত ধাতু ঢালাই করা হয়। স্পিডোমিটার, উইন্ডশিল্ড ওয়াইপার, হর্ন পার্টস, কার্বুরেটর ইত্যাদি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়। এ ছাড়াও ঘড়ি ও স্বর্ণালঙ্কার শিল্পে ব্যবহার করা হয়। স্লাশ কাস্টিং (Slush casting): এটি স্থায়ী মোল্ড পদ্ধতি। কোর ছাড়া ফাঁপা অংশে ঢালাই করতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। গলিত ধাতু ঢালাইয়ের পর প্রথমে এর বাহিরের তল কিছু গভীরতা পর্যন্ত ঠান্ডা হওয়ার পর মোল্ডকে উল্টিয়ে দেওয়া হয়। ফলে মাঝের গলিত অংশ নিচে পড়ে মাঝের ফাঁপা অংশ তৈরি করে। সিসা, টিন, জিংক প্রভৃতি অলৌহজাত ধাতুর সংকরের খেলনা, পুতুল ও গহনাজাতীয় কাজ করতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং (Centrifugal casting): উচ্চ গতিতে ঘূর্ণায়মান (1500 rpm) মোল্ডের ভিতর গলিত ধাতু ঢেলে দিয়ে কাস্টিং করা হয়। আবর্তনের ফলে ক্রিয়াশীল কেন্দ্রবিমুখী বল ধাতুকে সঠিক স্থানে স্থাপন করে। লোহার পাইপ, ব্যারেল, স্লিভ, বেলনাকৃতি প্রতিসাম্য আকারের ঢালাই বস্তু উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার হয়।
1470. কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?
অ্যামিটার
ওহমমিটার
গ্যালভানোমিটার
পটেনশিওমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যামিটার: অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা হয়। গ্যালভানোমিটার: গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ-এর অস্তিত্ব নির্ণয় করা হয়। ওহমমিটারঃ ওহমমিটারের সাহায্যে রোধ পরিমাপ করা হয়। পটেনশিওমিটার। পটেনশিওমিটারের সাহায্যে তড়িচ্চালক শক্তি নির্ণয় করা হয়।
1471. নিচের কোন ইনস্ট্রুমেন্টটি হিসটেরেসিস এবং এডি কারেন্ট লস মুক্ত?
মুভিং আয়রন
ইলেকট্রোস্ট্যাটিক
মুভিং কয়েল
ইলেকট্রো-ডায়নামিক
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলেকট্রোস্ট্যাটিক কোনো ইনস্ট্রুমেন্ট নয়। এটি একটি অবস্থা মাত্র, যার কারণে এর হিসটেরেসিস এবং এডি কারেন্ট লস নেই।
1472. Candela কীসের একক?
Flux
ইলুমিনেশন
উজ্জ্বল তীব্রতা
Luminance
ব্যাখ্যা: ব্যাখ্যা: আলোক তীব্রতা বা উজ্জ্বল তীব্রতার এসআই (SI) একক হলো কেনডেলা (Candela)। একে cd দ্বারা প্রকাশ করা হয়।
1473. নিচের কোনটি মেল্টিং ফারনেস?
রোটারি
রাস্ট ফার্নেস
পট ফার্নেস
ক্রসিবল ফার্নেস
ব্যাখ্যা: ব্যাখ্যা: গলন চুল্লি (Melting furnace): যে-সব চুল্লিতে খনি হতে প্রাপ্ত আকরিককে গলিয়ে স্বাভাবিক নমুনা (Regular form) যেমন পিণ আয়রন বা ইনগট তৈরি করা হয়, তাকে মেন্টিং ফার্নেস বা গলন চুল্লি বলে। গলন চুল্লি দুই প্রকার, যথা- ১। মারুত চুল্লি (Blast furnace) (লৌহ আকরিকের জন্য) ২। সংশোধিত মারুত চুরি (অলৌহজ আকরিকের জন্য)। পুনর্গলন চুল্লি (Remelting furnace): ব্লাস্ট ফার্নেস এবং অন্যান্য পদ্ধতি হতে প্রাপ্ত ধাতু পুনর্গলনের জন্য যে-সব চুরি ব্যবহার করা হয়, সে-সব চুল্লিকে পুনর্গলন চুল্লি (Remelting furnaces) বলে। পুনর্গলন চুল্লির প্রকারভেদ: ১। ঢালাইলোহার জন্য (For cast iron) (i) কিউপোলা চুল্লি (Cupola furnace) (ii)এয়ার চুল্লি বা পরাবর্তক চুল্লি (Reverberatory furnace) (iii) রোটারি চুল্লি (Rotary furnace) (iv) বৈদ্যুতিক আর্ক চুল্লি (Electric arc furnace) ২। পেটা লোহার জন্য (For wrought iron): (i)পাডলিং বা রিভারবারেটরি চুল্লি (ii)এ স্টোন বা বায়ার পদ্ধতিতে কিউপোলা ও কনভার্টার চুল্লি ৩। ইস্পাতের জন্য (For steel): (৪) ওপেন হার্থ চুরি (a) অ্যাসিড ওপেন হার্থ (b) বেসিক ওপেন হার্থ (ii) ইলেকট্রিক চুল্লি (৫) প্রত্যক্ষ আর্ক চুল্লি (b) পরোক্ষ আর্ক চুল্লি (c) আবেশিত ইলেকট্রিক চুল্লি (iii) কনভার্টার (a) বটম ব্লোন বা বেসিমার কনভার্টার (৮) সাইড ক্লোন বা ট্রোপেনাস কনভার্টার (iv) ক্রুসিবল চুল্লি ৪। অলৌহজ ধাতুর জন্য (For non-ferrous) (১) তুসিবল চুল্লি (a) পিট টাইপ কোক ফায়ার্ড ক্রুসিবল (b) টিপ্টিং টাইপ গ্যাস বা তেল ফায়ার্ড (c) স্টেশনারি টাইপ ক্রুসিবল (ii) পট চুল্লি (iii) এয়ার বা রিভারবারেটরি চুল্লি (iv) রোটারি চুল্লি।
1474. এনার্জি মিটারের মাধ্যমে কী Accuracy টেস্ট করা হয়?
ভোল্ট
কারেন্ট
ফ্রিকুয়েন্সি
উপরের সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: এনার্জি মিটারের মাধ্যমে কারেন্ট, ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি টেস্ট করা হয়।
1475. ক্যাথোড-রে অসিলোস্কোপের মৌলিক উপাদান কয়টি?
১টি
৪টি
২টি
৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাথোড-রে অসিলোস্কোপের মৌলিক উপাদান চারটি। এগুলো হলো- ইলেকট্রন গান ডিফ্লেকশন প্লেট সিস্টেম ফ্লোরেসেন্ট স্ক্রিন বা পর্দা বেস
1476. ডিসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য --- ব্যবহার করতে হয়।
ইন্ডাস্ট্যান্স
কারেন্ট ট্রান্সফরমার
ক্যাপাসিটর
শান্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য স্বল্প মানের একটি রোধ প্যারালালে সংযুক্ত করতে হয়, যাকে শান্ট বলে। আবার ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য উচ্চ মানের রোধ সিরিজে সংযুক্ত করতে হয়।
1477. একটি 15V, 1000Ω ভোল্টমিটার দিয়ে 150V পর্যন্ত পরিমাপ করতে হলে এর সাথে কত শ্রেণি সমবায় রোধক যোগ করতে হবে?
1000Ω
900Ω
90Ω
9000Ω
1478. মাল্টিমিটার দিয়ে কী কী পরিমাপ করা যায়?
কারেন্ট
রেজিস্ট্যান্স
ভোল্টেজ
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাল্টিমিটার দিয়ে Voltage, Current, Resistance পরিমাপ করা যায়।
1479. ১১ কেভি গ্রাহক সংযোগ এর জন্য মিটার ছাড়াও আর কী কী ইনস্ট্রমেন্ট ব্যবহার করতে হয়?
পটেনশিয়াল ট্রান্সফরমার
পটেনশিয়াল ট্রান্সফরমার ও কারেন্ট ট্রান্সফর্মার
কারেন্ট ট্রান্সফরমার
কনভার্টার
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: ১১ কেভি গ্রাহক সংযোগের জন্য কারেন্ট ট্রান্সফর্মার ও পটেনশিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।
1480. AC ammeter এবং voltmeter ---value মাপে।
rms
average
maximum
peak-to-peak
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে ইনস্ট্রুমেন্টটি এসি সার্কিটে ব্যবহৃত হবে, এর অপারেটিং টর্ক অবশ্যই কারেন্টের বর্ণের সমানুপাতিক হবে। গড় টর্ক ইন্সট্রুমেন্টের মধ্যদিয়ে প্রবাহিত কারেন্টের আরএমএস মানের সমানুপাতিক। অর্থাৎ এসি-তে অ্যামিটার ও ভোল্টমিটার ভোল্টেজের আরএমএস মান পরিমাণ করে।