MCQ
1521. কোন ধরনের অ্যাড্রেসিং মোডে কোনো অপারেন্ড ব্যবহার করা হয় না?
ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড
ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড
ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড
কোনোটিই নয়
1522. কী-বোর্ড, স্কেল, ডিসপ্লে এবং MPU- এই চারটি সেকশন নিয়ে কোন up টি গঠিত?
Intel-8255
Intel-8755
Intel-8275
Intel-8279
1523. মাইক্রোপ্রসেসরের বাসসমূহ ব্যবহারের অনুমতি চাওয়ার জন্য নিচের কোন সিগন্যাল ব্যবহৃত হয়?
HOLD সিগন্যাল
HLDA সিগন্যাল
উপরের দুটোই
কোনোটিই নয়
1524. ALE-এর পূর্ণ অর্থ নিচের কোনটি?
Address Latch Enable
Address Line Enable
Address Location Enable
All of them
1525. একটি ইনস্ট্রাকশনের পূর্ণকাজ সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয়, তার নাম কী?
মেশিন সাইকেল
ইনস্ট্রাকশন সাইকেল
ক্লক পিরিয়ড
টাইমিং ডায়াগ্রাম
1526. স্ট্যাক (Stack)-কে নিচের কোন মেমরি বলা হয়?
LIFO মেমরি
FIFO মেমরি
Cash মেমরি
কোনোটিই নয়
1527. গাণিতিক এবং যুক্তিক অপারেশনের ফলাফল অস্থায়ীভাবে জমারাখার কাজ করে নিচের কোনটি?
Flag রেজিস্টার
টেম্পোরারি রেজিস্টার
ইনস্ট্রাকশন রেজিস্টার
কোনোটিই নয়
1528. স্ট্যাক পয়েন্টার সাধারণত কত বিটের রেজিস্টার?
৪ বিটের
16 বিটের
32 বিটের
64 বিটের
1529. Intel 8085 µp-এর clock frequency কত?
5MHz
6MHz
8MHz
10MHz
1530. ৪086-এর Address Line দিয়ে কত মেমরি লোকেশনকে অ্যাড্রেস করা সম্ভব?
1 মেগাবাইট মেমরি
2 মেগাবাইট মেমরি
3 মেগাবাইট মেমরি
4 মেগাবাইট মেমরি
1531. Memory লোকেশনে Address পাঠানো এবং ইনস্ট্রাকশনের ধারাবাহিকতা রক্ষা করাই কীসের কাজ?
Accumulator
Program Counter
Stack Pointer
Interrupt Circuits
1532. সবুজ রঙের অডিও পোর্ট কীসের সংযোগের জন্য ব্যবহৃত হয়?
মাইক্রোফোন
স্পিকার
স্টোরিও
গিটার
1533. Intel 8085 up-এর বর্ধিত সংস্করণ নিচের কোনটি?
8085 AH
8085 AH-1
8085 AH-2
উপরের সবগুলো
1534. কম্পিউটারের বিভিন্ন 1/0 ডিভাইসসমূহ ও মেমরিকে (p- এর সাথে সংযুক্ত করার পদ্ধতিকে কী বলে?
ইন্টারান্ট
ইন্টারফেসিং
মেমরি ম্যাপিং
কোনোটিই নয়
1535. Interrupt I/O প্রোগ্রামের শেষ ইনস্ট্রাকশনটি নিচের কোনটি?
HOLD
INTR
RETURN
READY
1536. নিচের কোন প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি ভাষায় লিখিত নিমোনিক্সকে তাদের সমতুল্য মেশিন কোডে রূপান্তর করে?
কম্পাইলার
ডিবাগার
অ্যাসেম্বলার
ইমুলেটর
1537. সিস্টেমে 16 কিলোবাইট অপেক্ষা বেশি মেমরি ব্যবহার প্রয়োজন হলে কোন র্যাম ব্যবহৃত হয়?
স্ট্যাটিক র্যাম
ডাইনামিক র্যাম
উপরের দুটোই
কোনোটিই নয়
1538. SID-এর পূর্ণ অর্থ নিচের কেনটি?
Serial Input Data
Serial Instant Data
Serial Interrupt Data
None of them
1539. নিচের কোনটি অ্যারিথমেটিক এবং লজিক কার্যাবলি সম্পাদন করে?
Program counter
Stack Pointer
ALU
কোনোটি নয়
1540. Microprocessor-এর কাজ নিচের কোনটি?
গাণিতিক ও যুক্তিমূলক কাজ
সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণ কাজ
ইনপুট এবং আউটপুট ডিভাইসের সমন্বয়সাধন
উপরের সবগুলো