EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
241. JFET-কে কী ধরনের Device বলা হয়?
Current controlled
Voltage controlled
ক ও খ উভয়ই
কোনোটাই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: JFET-এর আউটপুট বৈশিষ্ট্য গেইট সোর্স ভোল্টেজের উপর নির্ভর করে বলে একে Voltage Controlled ডিভাইস বলা হয়।
243. Crystal Diode কী ধরনের device?
non-linear
bilateral
linear
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Crystal diode এক ধরনের Non-linear ডিভাইস।
246. OP Amp দিয়ে নিচের কোন সার্কিট তৈরি করা যায়?
ভোল্টেজ যোগের সার্কিট (Voltage Summation)
Amplifier
Integrator
উপরের সবগুলো
247. নিম্নের কোন Material-টি Infrared LED-এর জন্যে ব্যবহার হয়?
Silicon
Germanium
Gallium-arsenide
Boron
ব্যাখ্যা: ব্যাখ্যা: Gallium-Arumide (GaAs)-এ খুবই কম পরিমাণ নয়েজ উৎপা হয় বলে Infrared LED-তে GaAS ব্যবহার করা হয়। বিশেষ করে দুর্বল সিগন্যাল অ্যামপ্লিফিকেশনের জন্য এর ব্যাবহার গুরুত্বপূর্ণ।
248. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এল.ই.ডি
এল.সি.ডি
আই.সি
সিলিকন চিপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকন চিপ হচ্ছে অর্ধপরিবাহী সিলিকনের জন্য তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, LED ও LCD উন্নতমানের দুটি মনিটর।
251. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CC
CB
Push pull
254. একটি Red-Red-Red-Gold কালার Band এর কার্বন Resistor এর মান-
২.৪ কিলোওহম ± ৫%
৩.২ কিলোওহম ± ৩%
২. ২ কিলোওহম ± ৩%
২.২ কিলোওহম ± ৫%
255. TRIAC ব্যবহার করা যেতে পারে একটি-
দ্বিমুখী SCR
একমুখী SCR
PNP ট্রানজিস্টর
NPN ট্রানজিস্টর
256. Zener Diode কোন বায়াসে সবসময় কাজ করে?
Forward
Reverse
কওখ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Zener Diode এবং Photo Diode রিভার্স বায়াসে সংযুক্ত থাকে বলে তার রিভার্স বায়াসেই কাজ করে।
257. একটি Si-diode-এ কারেন্ট প্রবাহিত হলে, forward bias অবস্থায় কত Voltage থাকে?
0.7V
0V
0.3V
7V
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকন ডায়োডের ক্ষেত্রে Forward voltage = 0.7 জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে Forward voltage = 0.3
259. কোন ধরনের Amplifier-এর Efficiency সবচেয়ে বেশি?
Class-B
Class-D
Class-A
Class-AB
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্লাশ-৭) অ্যামপ্লিফায়ারের তাত্ত্বিক দক্ষতা প্রায় ১০০টি। বাস্তবিক ক্ষেত্রে কিছুটা কম হলেও এর ইফিসিয়েন্সি যে-কোনো অ্যামপ্লিফায়ার হতে অধিক।
260. আয়োনোস্কেয়ার গঠিত হয়-
Positive চার্জ স্তর দ্বারা
Negative চার্জ স্তর দ্বারা
Neutral স্তর দ্বারা
কও খদ্বারা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভূপৃষ্ঠের উর্ধ্বে ৮০ কিমি থেকে ৬৪০ কিমি পর্যন্ত উচ্চতায় বিস্তৃত এলাকাকে আয়োনোস্কয়ার বলে। এ স্তরে H. Hr. Or গ্যাস আয়নিত অবস্থায় আছে। এটি Negative দ্বারা গঠিত।