EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বেসিক ইলেকট্রনিক্স MCQ
ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ ও আপডেট প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
261. সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা p-টাইপে পরিণত হয়?
ফসফরাস
বোরন
হাইড্রোজেন
কার্বন
263. পোলারাইজেশন দূর করার জন্য ব্যবহৃত হয়-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিমাণকে বৈদ্যুতিক পোলারাইজেশন বলে। এই পোলারাইজেশনকে দূর করার জন্য ডিপোলারাইজার ব্যবহার করা হয়। যেমন- ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট।
265. Break-down অবস্থায় কাজ করার জন্য যে Diode ব্যবহার করা হয়-
সাধারণ PN Diode
টানেল diode
ভ্যারেক্টর Diode
Zener Diode
266. ৮৫% দক্ষতার একটি ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার কোন ক্লাসের অন্তর্ভুক্ত?
A
B
AB
C
267. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
Babbit metal
Monem metal
Brass
Bronze
268. ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টর এবং ক্যাপাসিটর দিয়ে তৈরি পূর্ণাঙ্গ সার্কিটকে কী বলে?
Motherboard
RAM
Processor
IC
ব্যাখ্যা: ব্যাখ্যা: Integrated circuit-কে সিলিকন চিপও বলা হয়। এটি একটি মাইক্রোইলেকট্রনিক ডিভাইস। যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ১২ ক্যাপাসিটর ইত্যাদির কম্পোনেন্ট সিলিকন চিপের ২৭ উপর নির্মাণ করে জোড়া লাগানো হয়।
270. একটি PNP ট্রানজিস্টরে থাকে-
৩টি P-N জাংশন
২টি P ও একটি N রিজিয়ন
শুধুমাত্র ডোনার আয়নস
শুধুমাত্র অ্যাকসেপ্টর আয়নস
271. কোন সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে এবং কোন কোন মাত্রায় আছে তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
ফ্রিকুয়েন্সি মিটার
পাওয়ার মিটার
স্পেক্ট্রাম অ্যানালাইজার
অসিলোস্কোপ
272. PN Diode-কে Reverse Blase করলে-
রোধ বাড়ে
রোধ কমে
বিদ্যুৎ প্রবাহ বাড়ে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: PN Diode- Reverse voltage প্রয়োগ করলে Junction এর Depletion region বৃদ্ধি পায় এবং Diode-এর রেজিট্যান্স বেড়ে গিয়ে ইনসুলেটরের ন্যায় কাজ করে।
273. n-p-n ট্রানজিস্টরে 'p' অংশটি কী?
নিয়ন্ত্রক
সংগ্রাহক
ভিত্তি
বিবর্ধক
ব্যাখ্যা: ব্যাখ্যা: P এখানে Base (ভিত্তি) হিসেবে কাজ করে। এটি পাতলা ও হালকা doping করা হয়। hole এবং Electrons flow Control করাই হলো Base-এর কাজ। এটা Collector current-কে Control করে।
274. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে কী বলা হয়?
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
275. একটি CE সংযুক্ত ট্রানজিস্টরে ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ শিফট কত হবে?
180°
90°
270°
276. নিচের কোন ইলেকট্রনিক যন্ত্র AC থেকে DC তৈরি করতে পারে?
Diode
Transistor
JET
FET
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেকটিফায়ার AC-কে DC করে। যখন কোনো ডায়োড এটির ইনপুট সিগন্যালের অর্ধ সাইকেলকে রেকটিফাই করে ডিসিতে রূপান্তরিত করে, তখন তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে।
277. Transistor-এর যে অংশ সবচেয়ে বেশি Doping করা হয়, তা হচ্ছে-
Emitter
Collector
Base
উপরের সবকয়টি
278. জেনার ডায়োড মূলত কী হিসেবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নির্দিষ্ট রেঞ্জের ইনপুট ভোল্টেজ পরিবর্তন করলেও জেনার ডায়োড-এর কারণে আউটপুট ভোল্টেজ স্থির থাকে, তাই জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহৃত হয়।
279. একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায় ২০০ বছর। মৌলটির ৭৫% ক্ষয় হতে কত বছর লাগবে?
150
300
400
450
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি তেজস্ক্রিয় মৌলের আয়ু = 400 বছর। 75% ক্ষয় হতে সময় লাগবে = 400×75% = 300 বছর।