Image
Bangla MCQ
2041. বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই।" এ পড়ক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে?
আলাওল
আবদুল হাকিম
রামনিধি গুপ্ত
কায়কোবাদ
2042. নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা?" পঙ্ক্তিটির রচয়িতা কে?
আবদুল হাকিম
অতুলপ্রসাদ সেন
রামনিধি গুপ্ত
শেখ ফজলল করিম
2043. গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
ঢাকার পল্টন
নওগাঁর পতিসর
কুষ্টিয়ার কুমারখালী
ময়মনসিংহের ত্রিশাল
2044. নিচের পত্রিকাগুলোর মধ্যে যেটি ব্যতিক্রমধর্মী-
প্রগতি
কালিকলম
সীমান্ত
পূর্বাশা
2045. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?" কার লেখা?
কৃষ্ণচন্দ্র মজুমদার
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কামিনী রায়
যতীন্দ্রমোহন বাগচী
2046. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
2047. 'কণ্ঠস্বর' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
সিকান্দার আবু জাফর
আবদুল্লাহ আবু সায়ীদ
রফিক আজাদ
আবদুল মান্নান সৈয়দ
2048. 'শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা?
মন্তব্যধর্মী
নীতিকথা
হাস্যরসাত্মক
তথ্য সমৃদ্ধ
2049. মোদের গরব, মোদের আশা / আ মরি বাংলা ভাষা।" এর রচয়িতা-
রামনিধি গুপ্ত
অতুলপ্রসাদ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
2050. নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল?
কালি ও কলম
নবযুগ
কল্লোল
সবুজপত্র
2051. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা-
কল্লোল
দিগদর্শন
সংবাদ প্রভাকর
সমাচার দর্পণ
2052. ঢাকা থেকে প্রকাশিত সাহিত্যসাময়িকী 'প্রগতি'র অন্যতম সম্পাদক ছিলেন-
নরেশ সেনগুপ্ত
বুদ্ধদেব বসু
আশুতোষ ভট্টাচার্য
মনীশ ঘটক
2053. "স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে"- এ শ্লোকের রচয়িতা কে?
ভর্তৃহরি
স্বামী সদানন্দ
চাণক্য পণ্ডিত
স্বামী দয়ানন্দ
2054. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
শনিবারের চিঠি
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
2055. যে জন দিবসে মনের হরষে, জ্বালায় মোমের বাতি।" এই পড়ক্তিটি কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
চণ্ডীদাস
রবীন্দ্রনাথ ঠাকুর
কামিনী রায়
2056. 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম কী?
আহমদ ছফা খান
মোহাম্মদ আকরাম
সিকান্দার আবু জাফর
রায়াত
2057. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
শনিবারের চিঠি
বঙ্গদর্শন
তত্ত্ববোধিনী
সংবাদ প্রভাকর
2058. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
তত্ত্ববোধিনী
সবুজপত্র
কল্লোল
ধূমকেতু
2059. 'সাহিত্যিকী' পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?
বাংলা একাডেমি
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
2060. 'কাঁটা হেরি ক্ষান্ত কেন... তুলিতে'
কুসুম
পুষ্প
কমল
গোলাপ