Bangla MCQ
2001. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি ---
কাহিনীকাব্য
খণ্ড কবিতা সংকলন
পত্রকাব্য
মহাকাব্য
2002. মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
বীর রস
শান্ত রস
করুণ রস
মধুর রস
2003. মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
আখ্যানকাব্য
2004. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
আলাওল
2005. 'মেঘনাদবধ কাব্যে' সর্গ সংখ্যা কয়টি?
১৫ টি
১২টি
৮টি
৯টি
2006. 'মেঘনাদবধ' কাব্যের রচিয়তা কে?
হেমচন্দ্র বন্দ্রোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবর্তী
2007. 'টিমোথি পেনপয়েম' ছদ্মনামে কবিতা লিখতেন-
অমিয় চক্রবর্তী
বুদ্ধদেব বসু
মধুসূদন দত্ত
রূপরাম চক্রবর্তী
2008. মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্যে'র উৎস কী?
রামায়ণ
ভাগবত
মহাভারত
কুমারসম্ভব
2009. 'মেঘনাদবধ' কোন ছন্দে রচিত?
পয়ার ছন্দে
ছড়ার ছন্দে
মুক্তক ছন্দে
অমিত্রাক্ষর ছন্দে
2010. অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব কাব্য
2011. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?"- 'ভিখারী রাঘব' কে?
রাবণ
মেঘনাদ
রাম
বিভীষণ
2012. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
মহাকাব্য রচনা
দেশপ্রেম বিষয়ক রচনা
সনেটের প্রবর্তন
প্রহসন রচয়িতা
2013. বিভীষণের স্ত্রীর নাম কী?
ঊর্মিলা
মন্দোদরী
চিত্রাঙ্গদা
সরমা
2014. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য-
মহাভারত
মেঘনাদবধ
মহাশ্মশান
অশ্রুমালা
2015. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
১৮৫২
১৮৬১
১৮৫৩
১৮৬৪
2016. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
হোমারের ইলিয়াড
হোমারের ওডিসি
ভার্জিনের ইনিড
দান্তের ডিভাইন কমেডি
2017. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
বিহারীলাল
মাইকেল মধুসূদন দত্ত
দৌলত কাজী
চণ্ডীদাস
2018. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য-
বিলাতের পত্র
ব্রজাঙ্গনা
বীরাঙ্গনা
হিমালয়
2019. 'দত্তকুলোদ্ভব'কবি কে?
সত্যেন্দ্রনাথ দত্ত
সুধীন্দ্রনাথ দত্ত
অজিত দত্ত
মাইকেল মধুসূদন
2020. 'দি ক্যাপটিভ লেডি' (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
প্রেমেন্দ্র মিত্র