Image
Bangla MCQ
2701. ঠোঁট-কাটা' বলতে কি বোঝায়?
অহংকারী
স্পষ্টভাষী
মিথ্যাবাদী
পক্ষপাতদুষ্ট
2702. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'গোকুলের ষাঁড়'।
দুর্লভ বস্তু
স্বেচ্ছাচারী
দুর্বল ও ব্যক্তিত্বহীন
অপদার্থ
2703. 'ছাই চাপা আগুন' কোন অর্থ প্রকাশ করে?
গোপন গুণ
বদমেজাজ
গোপন দোষ
মন্দ ভাগ্য
2704. 'গায়ে পড়া' শব্দটির বাগধারা কী?
সাংঘাতিক
অযাচিত
অতি মূর্খ
অকেজো
2705. 'চিনির পুতুল' এর অর্থ কী?
পরিশ্রমী
নিতান্ত অলস
পরিশ্রম কাতর
অকেজো লোক
2706. 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী?
দুর্বল ব্যক্তি
অলস
অসাবধান
মজার বিষয়
2707. 'টীকাভাষ্য' বাগধারাটির অর্থ কী?
সদালাপ
অর্থহীন কথা
সংক্ষিপ্ত আলোচনা
দীর্ঘ আলোচনা
2708. 'ডুমুরের ফুল' বলতে বোঝায়-
ডুমুর জাতীয় ফলের ফুল
যে ফলের আসলে কোন ফুল হয় না
বিরল বস্তু
যে ফুলের ভেতরে ফলটি থাকে
2709. 'চিনির বলদ' বাগধারাটির সঠিক অর্থ কী?
সচেতন করা
নিষ্ফল পরিশ্রম
কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি
এর কোনোটিই নয়
2710. 'ছ কড়া ন কড়া'- বাগধারাটির অর্থ কী?
সস্তা দর
দুর্লভ বস্তু
নষ্ট করা
আশায় নৈরাশ্য
2711. 'ঢাকের বাঁয়া' বাগধারাটির প্রকৃত অর্থ ----
অপ্রয়োজনীয়
প্রয়োজনীয়
প্রচারসিদ্ধ
প্রচারবিমুখ
2712. 'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ কী?
পরকে আপন করার চেষ্টা
উপহাস
অসময়ে আবির্ভাব
অকেজো লোক
2713. 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কী?
অমূল্য বস্তু
গুরুভার
জটিল করা
নিন্দিত
2714. 'ঠগ বাছতে গাঁ উজাড়' এর অর্থ কী?
ভালো মানুষের অভাব
ঠগ লোকের সংখ্যা বেশি
অভাবে স্বভাব নষ্ট
দুষ্ট লোকের মিষ্টি কথা
2715. 'ঝাঁকের কই' বাগধারাটির অর্থ-
অসম্ভব চালাক
একতাই বল
একই দলের লোক
বর্ষাকালীন মাছ
2716. 'কেউ কেটা' মানে কী?
গণ্যমান্য ব্যক্তি
মান্যবর মাননীয়
জনগণ
গণ্যের মান্য
2717. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কী?
চক্ষুদান করা
সস্তা দাম
ঠকানো
চুরি করা
2718. 'চোখের বালি' কোন অর্থে বোঝান হয়?
সতীন
অপছন্দনীয় ব্যক্তি
শত্রু
সৎপুত্র
2719. 'জিলাপীর প্যাঁচ' বাগধারার অর্থ কী?
প্যাঁচানো
কলহপ্রিয়
কুটিল বুদ্ধি
জটিল
2720. 'চাঁদের হাট' এর অর্থ কী?
বন্ধুদের সমাগম
প্রিয়জন সমাগম
আত্মীয় সমাগম
গণ্যমান্যদের সমাগম