Image
Bangla MCQ
261. বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
১৯৯০
১৯৯২
১৯৯৪
১৯৯৬
262. আলাওল কোন শতাব্দীর কবি?
পঞ্চদশ
ষোড়শ
সপ্তদশ
অষ্টাদশ
263. 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-
সুকুমার রায়
রমেশচন্দ্র মজুমদার
শিবনারায়ণ রায়
হরপ্রসাদ শাস্ত্রী
264. "একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙক্তির রচয়িতা-
আবদুল গাফফার চৌধুরী
আবুল ফজল
মুনীর চৌধুরী
সিরাজুল ইসলাম
265. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
266. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
নজরুল সংগীত
ভাটিয়ালি গান
বাউল গান
267. 'যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
নূরনামা
নসিহতনামা
মধুমালতী
ইউসুফ-জুলেখা
268. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
269. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
270. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
চর্যাপদের প্রাপ্তিস্থান
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
271. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
অমিয় চক্রবর্তী
প্রেমেন্দ্র মিত্র
272. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
273. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
রক্তকরবী
মুক্তধারা
ডাকঘর
274. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
275. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
276. 'শূন্যপূরাণের' রচয়িতা-
রামাই পণ্ডিত
হলায়ুধ মিশ্র
কাহ্নপা
কুক্কুরীপা
277. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
আল মাহমুদ
রফিক আজাদ
আবুল হাসান
আবুল হোসেন
278. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
অক্ষয়কুমার দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রাধানাথ শিকদার
279. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
280. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
পতঙ্গ পিঞ্জর
প্রেম একটি লাল গোলাপ
রৌদ্র করোটিতে
অদ্ভুত আঁধার এক