Bangla MCQ
221. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরি
২০০০ সালে
২০০১ সালে
২০০৩ সালে
২০০৫ সালে
222. 'বচন' কোন বিষয়ের ধারণা বোঝায়?
সংখ্যা
ক্রম
গণনা
পরিমাপ
223. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
মহান যে পুরুষ = মহাপুরুষ
কুসুমের মতা েকোমল = কুসুমকোমল
জায়া ও পতি = দম্পতি
224. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?
সাহেবকুল
সাহেবসমূহ
সাহেবান
সাহেবগুলো
225. 'বনে বনে ফুল ফুটেছে।' এখানে 'ফুল'-
একবচন
বহুবচন
একবচন ও বহুবচন
দুটোই কোনোটিই না
226. 'ডালে ডালে কুসুম ভার।' এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে?
সমূহ
গুরুত্ব
বোঝা
বিষাদ
227. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
পাকা পাকা আম
নরম নরম হাত
ছি ছি কি করছ?
উড়ু উড়ু মন
228. বাক্যের দুটি অংশ থাকে
প্রসাদগুণ, মাধুর্যগুণ
উপমা, অলংকার
উদ্দেশ্য, বিধেয়
সাধু, চলিত
229. 'কাগজ' এর বহুবচন কোনটি?
কাগজাত
কাগজসমূহ
কাগজগুলো
কাগজাদী
230. কোনটি একবচনের উদাহরণ?
বনে বাঘ থাকে
মানুষ মরণশীল
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
লোকে বলে
231. অপ্রাণিবাচক শব্দ—
কবিকুল
কমলনিকর
পাখিকুল
বুজুর্গান
232. কোনটি সঠিক?
তরঙ্গপুঞ্জ
কুসুমপুঞ্জ
মেঘপুঞ্জ
কবিতাপুঞ্জ
233. 'বচন' অর্থ কি / এক কথায় বচনকে কি বলে?
সংখ্যার ধারণা
ক্রমের ধারণা
গণনার ধারণা
পরিমাপের ধারণা
234. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ?
রচনাবলি
পুষ্পকীট
পণ্ডিতপ্রবর
রত্নগর্ভা
235. নিচের কোনটি একবচন বাচক নির্দেশক?
গুলি
টা
রা
দিগ
236. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?
সিংহ বনে থাকে
বাগানে ফুল ফুটেছে
মানুষ মরণশীল
এটাই করিমদের বাড়ি
237. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
বৃন্দ
বর্গ
কুল
গ্রাম
238. নিচের কোনটি এক বচনের উদাহরণ?
মানুষ মরণশীল
ডাক্তার রোগী দেখছে
লোকে বলে
বনে বাঘ বাস করে
239. 'লোকে বলে' উক্তিটির তাৎপর্য কোনটি?
একজন লোক বলে
সাধারণ লোক বলে
দুইজন লোক বলে
নির্দিষ্ট কেউ বলে
240. সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
ভোটারগণ
ভোটারমণ্ডলী
নির্বাচক
নির্বাচকমণ্ডলী