Image
Bangla MCQ
341. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি
342. সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
বক্র
কুটিল
জটিল
গরল
343. তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
বারুই
পানব্যবসায়ী
পর্ণকার
তামসিক
344. নিচের কোনটি যৌগিক উদাহরণ নয়?
করেছি
করছি
করব
কর
345. 'চর্যাপদে'র প্রকৃত নাম কী?
চর্যাগীতিকোষ
চর্যাপদ
চর্যাচর্যবিনিশ্চয়
বৌদ্ধ গান ও দোহা
346. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
সাবিরিদ খান
মালাধর বসু
আলাওল
নরোত্তম দাস
347. বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?
গোলকনাথ শর্মা
রামরাম বসু
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রাজা রামমোহন রায়
348. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১১টি
১০টি
349. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে:
জামাই বারিক
বিবাহ-বিভ্রাট
হিতে বিপরীত
বৈকুণ্ঠের খাতা
350. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
351. কোনটি অপাদান কারক?
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
বনে বাঘ আছে
ট্রেন স্টেশন ছেড়েছে
352. খনার বচন – এর মূলভাব কী?
লৌকিক প্রণয়সংগীত
সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি
শুদ্ধ জীবনযাপন রীতি
353. 'আগুন'- এর সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অংশু
জ্যোতি
অনল
354. বেগম রোকেয়া গ্রন্থ কোনটি?
পদ্মমণি
পদ্মাবতী
পদ্মগোখরা
পদ্মরাগ
355. বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ভ্রমণ কাহিনি
উপন্যাস
নাটক
কবিতা
356. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বিষ্ণু দে
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
বুদ্ধদেব বসু
357. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপনেতা
উপগ্রহ
উপসাগর
উপভোগ
358. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
359. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতুম প্যাঁচার নক্সা
দুর্গেশ নন্দিনী
সীতারাম
360. 'Hand out'- এর বাংলা পরিভাষা হচ্ছে
হস্তপত্র
তথ্যপত্র
প্রচারপত্র
জ্ঞাপনপত্র