Image
Bangla MCQ
3701. 'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
ঈয় প্রত্যয়
ই প্রত্যয়
ইত প্রত্যয়
ত প্রত্যয়
3702. প্রত্যয় দিয়ে গঠিত শব্দ-
শীতার্ত
লালপেড়ে
ভরপেট
গ্রামীণ
3703. 'আগ্নেয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
অগ্নী+এয়
অগ্নি+ ষ্ণেয়
অগ্নি+ফেয়
অগ্নি+য়
3704. 'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি ?
গৌর+অব
গুরু+ঞ্চ
গুরু+অব
গুরু+ষ্ণ
3705. 'ঢাকাই' শব্দটি কোনটি যোগে গঠিত?
প্রত্যয়
সন্ধি
সমাস
উপসর্গ
3706. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
চালবাজ
বেআক্কেল
কানকাটা
দিগগজ
3707. 'জ্ঞানবান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
জ্ঞান+বৎ
জ্ঞান+বদ
জ্ঞান+বত
কোনটিই নয়
3708. 'সর্বাঙ্গীন' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ+ঈন
সর্ব+ঙ্গীন
সর্ব+অঙ্গীন
সর্বাঙ্গ+ঈন
3709. 'সাংস্কৃতিক' শব্দের 'ইক' প্রত্যয়টি যে শব্দশ্রেণিকে নির্দেশ করে-
বিশেষ্য
ক্রিয়াবিশেষণ
বিশেষণ
ক্রিয়া
3710. প্রচুর+য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
কৃৎ প্রত্যয়
বাংলা কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত কৃৎ প্রত্যয়
3711. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?
আন
আই
আল
আও
3712. 'কুণ্ঠিত' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
কুষ্ঠ + ইত
কুষ্ঠ+ ত
কুণ্ঠ + ঈত
কুণ্ঠ্ + ত
3713. সঠিক প্রকৃতি-প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে?
ভাস+স্বর = ভাস্বর
ভাস+অর = ভাস্বর
ভাস+বর = ভাস্বর
ভাস+সর = ভাস্বর
3714. 'প্রত্যয়' দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ?
উত্তম
স্বল্প
চতুর্ভুজ
দোকান
3715. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
সফল
মহাত্মা
সুশ্রী
জেলে
3716. কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
দারোয়ান
জামিদারি
কারিগর
গিন্নীপনা
3717. 'বর্ষীয়ান' এর প্রত্যয়-
বৃদ্ধ+ইয়স
বৃদ্ধ+ত্রীয়স
বৃদ্ধ+ঈয়স
বৃদ্ধ+নীরস
3718. 'কুসুমিত' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
কুসুম+উত
কুসুম+ইত
কুসুম+ত
কুসুম+ঈতা
3719. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
জন+অক
ছাপা + খানা
রাঁধ-উনি
কাঁদ+না
3720. 'প্রাচুর্য' এর প্রকৃতি ও প্রত্যয়-
প্রচু +য
প্রচুর + য
প্রচুর + জ
প্রচুর + জ্য